Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিয়ার নির্দেশেই সুশান্তের জন্য মাদক সংগ্রহ করত সৌভিক ও স্যামুয়েল


৫ সেপ্টেম্বর ২০২০ ১৬:৩৭

‘দিদি রিয়াই তাকে মাদক জোগাড় করতে বলেছিল!’ আর দিদির সেই নির্দেশেই স্যামুয়েল মিরান্ডা সহ সুশান্তের জন্য মাদকের ব্যবস্থা করে সৌভিক। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)’র কর্মকর্তাদের কাছে স্বীকারোক্তিতে এমনটাই জানালেন সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তী। এর আগে সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাও এনসিবি’র কাছে একই স্বীকারোক্তি করেছিল। জানিয়েছিল, ভাই-বোনের কথামতোই সুশান্তের জন্য ‘ডুবি, বাড’ প্রভৃতির আয়োজন করত।

বিজ্ঞাপন

এদিকে আজ (শনিবার) গ্রেফতারকৃত সৌভিক ও স্যামুয়েলকে পেশ করা হবে আদালতে। ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা গেছে, এদের দুই জনকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের অফিসে যান নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কর্মকর্তারা। সেখানে ঘটনাস্থল পরিদর্শনের পর তাদের সিওন হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়। এনসিবি’র পক্ষ থেকে জানান হয়েছে, মাদক সম্পর্কিত কোনও পরীক্ষা নয়, শুধুমাত্র কোভিড পরীক্ষার জন্যই হাসপাতালে পাঠানো হয়েছে রিয়ার ভাই সৌভিক এবং সুশান্তের প্রাক্তন হাউস ম্যানেজার স্যামুয়েলকে।

ইতিমধ্যেই রিয়ার মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে এনসিবি। সেটি পরীক্ষার জন্যও পাঠানো হয়েছে। বিভিন্ন সূত্রের খবর, ভাইয়ের চাঞ্চল্যকর স্বীকারোক্তির পর এনসিবি কর্মকর্তাদের পরবর্তী টার্গেট রিয়া এবং তার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী।

রিয়া চক্রবর্তী সুশান্ত মৃত্যুরহস্য সুশান্ত সিং রাজপুত সৌভিক চক্রবর্তী স্যামুয়েল মিরান্ডা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর