শুটিং শেষ হলো ‘সিঁড়ি’র
৬ সেপ্টেম্বর ২০২০ ২২:৫৩
২১ আগস্ট থেকে মানিকগঞ্জে শুরু হয়েছিলো টেলিফিল্ম ‘সিঁড়ি’র শুটিং। গত ২ সেপ্টেম্বর টেলিফিল্মটির শুটিং শেষ হয়েছে।
দশম শ্রেণীতে পড়ুয়া তিন শিক্ষার্থীর মধ্যকার প্রেমের গল্প ‘সিঁড়ি’। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, সালহা খানম নাদিয়া এবং আফফান মিতুল। ক্লাস টিচারের চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু এবং প্রধান শিক্ষকের চরিত্রে মাসুম আজিজ।
পি.আর.প্লাসিডের উপন্যাস ‘সিঁড়ি’ অবলম্বনে টেলিফিল্মটির চিত্রনাট্য করেছেন মমর রুবেল এবং জয়সরকার।
গল্পে দেখা যায়, ক্লাশে রোল ১ থেকে ৩ থাকে নাদিয়া, অ্যালেন শুভ্র ও আফফান মিতুলের। তিনজন ঘনিষ্ঠ বন্ধু, সবসময়ই একসঙ্গে থাকে। এদিকে অ্যালেন ও আফফান দুইজনই ভালোবাসেন নাদিয়াকে। দূরত্ব তৈরি হতে থাকে সবার সাথে সবার, কমতে থাকে পড়াশোনার মনোযোগ।
ব্যাপারটি বুজতে পেরে ক্লাসটিচার মনিরা মিঠু এবং প্রধান শিক্ষক মাসুম আজিজ তাদের বুঝায় এই বয়সে পড়াশোনার বিকল্প আর কিছুই হতে পারে না। তিনি সবাইকে বঙ্গবন্ধুর গল্প শোনান, বঙ্গবন্ধুর বই পড়তে দেন আর বলেন। নিজের কথা না ভেবে বঙ্গবন্ধুর মতো দেশের জন্যে ভাবতে। এরপর বদলাতে থাকে ৩ জনের জীবনধারা।