Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক নারী ফুটবলারের গল্পে টেলিফিল্ম ‘আগুনের মেয়ে’


৮ সেপ্টেম্বর ২০২০ ২০:০২

নদীতে ট্রলার চালায় উসমান। সে পছন্দ করে জুলেখাকে। অল্প বয়সী জোয়ান তাগড়া যুবক। জুলেখাকেও তাকে পছন্দ করে। মাঝে মাঝে লোক চক্ষুর আড়ালে তারা চলে যায় দূরে কোথাও। দুজনেরই ভালোবাসার কথা নদীর জলে কলকল ধ্বনির সুর তোলা। এদিকে আন্ত জেলা স্কুল নারী ফুটবল খেলায় জুলেখার দল চ্যাম্পিয়ন হয়। সেখানে জুলেখা অনেক ভালো নৈপুণ্য প্রদর্শন করে। তার সেদিনেরইে খেলার কলাকৌশল আর বল নিয়ে কারিশমা ভিডিও করে সেখানের কিছু ছেলে। তাই সেই ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়। সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। শুরু হয় নানা জনের নানারকম মন্তব্য। গ্রামের মধ্যে কুতুব ব্যাপারীও চোখে পড়ে এই খেলা। সে মেনে নিতে পারে না। তার হবু বউ ফুটবল খেলে। হতেই পারে না। সে কোনোমতেই তা মেনে নেয় না। জুলেখার বাড়িতে এসে বাবাকে বলে যেন তার মেয়েকে আর ফুটবল খেলতে দেয়া না হয়। কিন্তু জুলেখা জানায় সে ফুটবল খেলবেই্ আর কুতুবকে কোনোদিনই বিয়ে করবে না। সাথে সাথে তেলেবেগুনে জ্বলে উঠে কুতুব!

বিজ্ঞাপন

এমনই এক গল্প নিয়ে নির্মিত হল টেলিফিল্ম ‘আগুনের মেয়ে’। মেজবাহ উদ্দীন সুমন’র রচনায় এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এতে অভিনয় করেছেন সানজিদা প্রীতি, ইরফান সাজ্জাদ, মামুনুর রশীদ প্রমুখ।

‘আগুনের মেয়ে’ টেলিফিল্মটি প্রচারিত হবে বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টা ০৫ মিনিটে চ্যানেল আইতে।

আগুনের মেয়ে আবু হায়াত মাহমুদ চ্যানেল আই টেলিফিল্ম মেজবাহ উদ্দীন সুমন

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর