একদা উষ্ণতা ছড়িয়েছিলেন রিয়া! (ফটোস্টোরি)
৮ সেপ্টেম্বর ২০২০ ২১:৩২
গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতকে। আর সেই ঝুলন্ত লাশ উদ্ধারের পর থেকে তার মৃত্যু নিয়ে শোরগোল পুরো ইন্ডাস্ট্রিতে। একটা মুত্যু যে বলিউডের পুরো বিনোদন ইন্ডাস্ট্রিকে এভাবে নাড়িয়ে দেবে, তা বোধহয় কেউ কল্পনাও করতে পারেননি! সুশান্তের এই আকস্মিক মৃত্যুর কারণে বলিউড ইন্ডাস্ট্রিতে জন্ম নিচ্ছে একের পর এক বিতর্ক। অধিকাংশই হচ্ছে তিনি আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে। আর সেই রহস্য ভেদ মাঠে নেমেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘সিবিআই’। যা এখনো চলছে। কিন্তু থেমে নেই এই মৃত্যু রহস্য নিয়ে আলোচনা, বিতর্ক আর অভিযোগ। আর যাকে ঘিরে সবচেয়ে বেশী আলোচনা ও অভিযোগের আঙুল তোলা হচ্ছে, তিনি বাঙালি কন্যা রিয়া চক্রবর্তী। সুশান্তের প্রেমিকা! সুশান্তের মৃত্যুর ৮১ দিন পর মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাদক সংশ্লিষ্টতায় গ্রেফতার হলেন তিনি।
কিন্তু কে এই রিয়া চক্রবর্তী? বলিউড ইন্ডাস্ট্রিতে কীভাবে পা দিলেন? তার সিনে কেরিয়ার কতটা মজবুত?
জানা যায়, রিয়া চক্রবর্তীর জন্ম ১৯৯২ সালের ০১ জুলাই কর্নাটক প্রদেশের ব্যাঙ্গালোরে একটি বাঙালি পরিবারে। তার বাবা সেনাবাহিনীতে চাকরি করতেন। আম্বালা সেনানিবাসের ‘আর্মি পাবলিক স্কুলে’ পড়াশোনা করেছেন রিয়া।
২০০৯ সালে এমটিভির একটি রিয়্যালিটি শো টিভিএস স্কুটি টিন ডিভার মাধ্যমে টেলিভিশন জগতে পদার্পণ করেন রিয়া। এরপর দিল্লীতে অনুষ্ঠিত ‘এমটিভি’ আয়োজিত ভিডিও জকি (ভিজে) অনুসন্ধানের অডিশনে তিনি নির্বাচিত হন।
পরবর্তীতে এমটিভিতে সম্প্রচারিত ‘পেপসি এমটিভি ওয়াসাপ’, ‘টিকট্যাক কলেজ বিট’ এবং ‘এমটিভি গোন ইন সিক্সটি সেকেন্ডস’র মতো অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন রিয়া।
এরপর চলচ্চিত্র জগতে তার পদার্পণ ২০১২ সালে। প্রথমেই দক্ষিণী ছবি। ছবির নাম ‘তুনেগা তুনেগা’। প্রথম ছবিই ফ্লপ! এরপর আরও দুএকটা দক্ষিণী ছবি করলেও, সে ছবি গুলোও বক্স অফিসে মুখ থুবড়ে পরে।
২০১৩ সাল- ‘মেরি ড্যাড কি মারুতি’ ছবিটি দিয়ে বলিউডে যাত্রা শুরু। এখানেও প্রথম ছবি ফ্লপ! এরপর রোহান সিপ্পির ‘সোনালি ক্যাবল’ ছবিতে সোনালির চরিত্রে অভিনয় করলেন রিয়া- সেটিও ফ্লপ!
অর্জুন কাপুর, শ্রদ্ধা কাপুর অভিনীত ‘হাফ গার্লফ্রেন্ড’ ছবিতেও দেখা গিয়েছিল রিয়াকে। তবে সেটা ছোট্ট একটা চরিত্রে।
রিতেশ দেশমুখের সঙ্গে জুটি বেঁধে ‘ব্যাঙ্ক চোর’ আর মহেশ ভাটের ‘জলেবি’ ছবিতে অভিনয় করেন রিয়া। দুর্ভাগ্য রিয়ার! এই দুটি ছবিই সুপার ফ্লপ!