Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় বাবাকে হারালেন সঙ্গীতশিল্পী কোনাল


১০ সেপ্টেম্বর ২০২০ ১৭:৪০

কণ্ঠশিল্পী কোনালের বাবা মনির হোসেন মন্টু আর নেই। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি করোনা পজেটিভ ছিলেন। খবরটি নিশ্চিত করেছেন শিল্পীর স্বামী সাংবাদিক মনজুর কাদের জিয়া।

কোনালের মা-বাবা দুজনেই শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসাপাতালে ভর্তি ছিলেন। করোনা পজেটিভ আসার পর প্রথম ল্যাবএইড হাপাতালে ভর্তি করা হয়। সেখানে পাঁচদিন চিকিৎসার পর বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ স্পেশালাইজডের আইসিইউতে ভর্তি করা হয়। সেখান ভর্তির একদিন পরেই কোনালের বাবা চলে গেলেন না ফেরার দেশে।

বিজ্ঞাপন

জিয়া বলেন, ‘মা এখনও জানেন না বাবা মারা যাওয়ার খবরটি। তাকে কীভাবে খবরটি দিবো বুঝতেছি না। কোনালকেও কীভাবে সাত্ত্বনা দেবো, বুঝতেছি না। সবার শুধু দোয়া চাই।’

মৃত্যুকালে স্ত্রী ও দুই সন্তান ছাড়াও বাংলাদেশ ও কুয়েতে অসংখ্য গুণগ্রাহী রেখে যান মনির হোসেন মন্টু। তিনি দীর্ঘ জীবন কুয়েত সরকারের মিনিস্ট্রি অব ইন্টেরিয়র বিভাগে সুনামের সঙ্গে কর্মরত ছিলেন।

এরমধ্যে হাসপাতাল থেকে মনির হোসেন মন্টুর মরদেহ কেরানীগঞ্জে নিজ গ্রামে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। সিদ্ধান্ত হয়েছে মাগরিবের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

অন্যদিকে কোনালের মা সায়মা মনির মিনুর অবস্থা এখন উন্নতির দিকে।

কোনাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর