Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্যাম্পেয়ার চলচ্চিত্র উৎসবে দেশের শর্টফিল্ম


১১ মার্চ ২০১৮ ১২:১৮

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

মোবাইল ফোনে ধারণকৃত জিরো-বাজেটের সিনেমা ‘ইন্টেরিয়র্স এন্ড এক্সটেরিয়র্স’। পরিচালক আশিক মোস্তফা। চলচ্চিত্রটি এবার প্রদর্শিত হচ্ছে ৪৮তম ট্যাম্পেয়ার চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে। ৭ মার্চ ফিনল্যান্ডের ট্যাম্পেয়ারে শুরু হওয়া উৎসব শেষ হবে ১১ মার্চ, রোববার।

৮ মিনিটের চলচ্চিত্র ‘ইন্টেরিয়র্স এন্ড এক্সটেরিয়র্স’। সিনেমায় প্রতিফলিত হয়েছে ঢাকা শহরের মানুষের স্বাভাবিক ধর্মচর্চা ও শ্রেণিবৈষম্যের চিত্র। খনা টকিজের নিবেদনে ছবিটি প্রযোজনা করেছেন ‘আন্ডার কন্সট্রাকশন’ খ্যাত পরিচালক রুবাইয়াত হোসেন।

মার্চ মাসেই চলচ্চিত্রটি প্রদর্শিত হবে জার্মানির রেগেন্সবুর্গ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সপ্তাহে। লিথুয়ানিয়ায় ভিল্নিয়াস চলচ্চিত্র উৎসবের ‘ফেস্টিভ্যাল ফেবারিটস’ বিভাগে প্রদর্শিত হবে চলতি মাসের শেষ নাগাদ।

২০১৭ সালের ‘সিনেউরোপা’ শীর্ষ পাঁচ ইউরোপিয়ান শর্টস এর তালিকায় সেরা নন ইউরোপিয়ান শর্ট ফিল্ম হিসেবে স্থান করে নেয় ‘ইন্টেরিয়র্স এন্ড এক্সটেরিয়র্স’। গত বছর চেক রিপাবলিকে অনুষ্ঠিত জিলাভা ইন্টারন্যাশনাল ডকুমেন্টরি ফিল্ম ফেস্টিভালে ‘ইন্টেরিয়র্স অ্যান্ড এক্সটেরিয়র্স’ জিতেছে শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার। বেলারুশের ভেলকম স্মার্টফিল্ম ফেস্টিভালে জিতেছে গ্র্যান্ড প্রিঁ।

সারাবাংলা/পিএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর