Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রীতম হাসানের নতুন গান


১১ সেপ্টেম্বর ২০২০ ১৩:২৮ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২০ ১৫:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী প্রীতম হাসানের বাস্তব ঘটনার অবলম্বনে তার নতুন গানের মিউজিক ভিডিও বানিয়েছেন। ‘ভেঙ্গে পড়োম না এভাবে’ শিরোনামের গানটি প্রকাশিত হয়েছে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে।

জানা গেছে, প্রীতমের খুব ঘনিষ্ঠ এক ছোট ভাই সৌরভ ও তার ছোট বোন শিফার হৃদয়স্পর্শী ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘ভেঙ্গে পড়োনা এভাবে’। গানটির মিউজিক ভিডিও বানিয়েছেন এ.কে. পরাগ এবং ভাস্কর জনি। গল্পটি সাজাতে সাহায্য করেছেন অদিত রহমান।

দীর্ঘ বিরতির পর প্রীতম হাসান আবার ফিরেছেন গানে। গানটি নিয়ে তিনি বলেন, ‘ইতোমধ্যে গানটি প্রকাশের পর থেকে দর্শক-শ্রোতারা দারুণ পছন্দ করেছেন। ভিডিওটিরও প্রশংসা পাচ্ছি অনেক। আশা করছি যারা এখনও গানটি শুনেননি কিংবা দেখেননি তারাও পছন্দ করবেন।’

বিজ্ঞাপন

গানচিল মিউজিক এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল এর পাশাপাশি গানটি শোনা যাবে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাশ, স্বাধীন মিউজিকসহ আন্তর্জাতিক স্ট্রিমিং প্লাটফর্মগুলোতেও।

প্রীতম হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর