Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রহস্য আর রোমাঞ্চের ‘ইনফিনিটি’


১১ সেপ্টেম্বর ২০২০ ১৪:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তরুণ নির্মাতা মেহেদি হাসিব নির্মাণ করেছেন ওয়েব সিরিজ ‘ইনফিনিটি’। এতে অভিনয় করেছেন শরীফুল রাজ, টয়া, মুকিত জাকারিয়া, সুমন আনোয়ার, মাসুম বাশার , আমীরুল ইসলাম ও তানভির।

‘ইনফিনিটি’র গল্প সিক্রেট সার্ভিস এজেন্টদের জীবন নিয়ে। এজেন্ট মুরাদ বিশেষ ঘটনায় জড়িয়ে যায়। তারা মামার ল্যাবে ঘটে যাওয়া একটি ঘটনার শক্রকে তাকে মোকাবেলা করতে হয়।

৭ পর্বের অ্যাকশন থ্রিলার সিরিজ ‘ইনফিনিটি’ মুক্তি পাবে আগামী ১৩ সেপ্টেম্বর অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম ‘বিঞ্জ’-এ।

পরিচালক মেহেদি হাসিব জানান, গল্পের প্রয়োজনে ও চিত্রনাট্য বিশ্বাসযোগ্য ভাবে ফুটিয়ে তোলার প্রয়োজনে বানাতে হয়েছিলো ৫টি ভিন্ন ভিন্ন ব্যাতিক্রমধর্মী সেট সেই সাথে একটি বিশাল ক্রোমা সেট। বাজেট ও পরিপার্শ্বিকতার সমন্বয় ঘটাতে, ১৭ টি ভিন্ন ভিন্ন জোনে ৭ পর্বের ইনিফিনিটি ওয়েব সিরিজটির শুটিং শেষ করতে হয়েছিলো মাত্র ৭ দিনেই যার মধ্যে বেশ কয়েকদিন একটানা ২০ থেকে ২২ ঘন্টা শুটিং করতে হয়।

বিজ্ঞাপন

সিরিজে ব্যাবহার করা হয়নি কোনও  ট্রাইপড, মানে এতে স্থির কোনো শট নেয়া হয়নি। পনি আবেদিনের ক্রিয়েটিভ ডাইরেকশনে ও কস্টিউমে সিরিজটির স্ক্রিপ্ট রেডি করেছেন ম্যাক্স রহমান এবং ক্যামেরায় ছিলেন ডিওপি রাজু রাজ। মিউজিক করেছেন এল এম জি বিটস এর সুভ্র । সেটের দায়িত্বে ছিলেন সুমন।

ইনফিনিটি বিঞ্জ

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর