Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আক্রান্ত অভিনেতা সাদেক বাচ্চু


১২ সেপ্টেম্বর ২০২০ ১৭:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা সাদেক বাচ্চু। সম্প্রতি তিনি জ্বরে আক্রান্ত হয়ে তার শ্বাসকষ্ট দেখা দিলে গেল ৬ সেপ্টেম্বর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা অনুমান করছিলেন তিনি করোনায় আক্রান্ত। তাই তার নমুনা পরীক্ষা করা হয়। আজ (শনিবার) তার রিপোর্ট পজিটিভ এসে‌ছে। গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন সাদেক বাচ্চুর মেয়ে মেহজাবীন।

গণমাধ্যমে অভিনেতা সাদেক বাচ্চুর মেয়ে মেহজাবীন জানালেন, ‘গেল কয়েকদিনে বাবার শ্বাসকষ্ট আরও বেড়েছে। এখন কৃত্রিম অক্সিজেনের মাধ্যমে তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখা হয়েছে তার।’ অভিনেতা সাদেক বাচ্চুর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মেয়ে মেহজাবীন।

বিজ্ঞাপন

১৯৬৩ সালে খেলাঘরের মাধ্যমে প্রথমে রেডিওতে এবং ১৯৭৪ সালে প্রথম টেলিভিশন নাটকে অভিষিক্ত হন সাদেক বাচ্চু। তার আসল নাম মাহবুব আহমেদ সাদেক। বাংলা সিনেমার কিংবদন্তি নির্মাতা এহতেশাম ‘চাঁদনী’ চলচ্চিত্রে তার নাম বদলে সাদেক বাচ্চু করে দেন। সেই থেকেই তিনি এ নামে পরিচিত এই জনপ্রিয় অভিনেতা।

করোনা আক্রান্ত অভিনেতা সাদেক বাচ্চু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর