Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কটূক্তি করায় ট্যাক্সিচালকে পুলিশে দিলেন মিমি


১৫ সেপ্টেম্বর ২০২০ ১৪:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলকাতার বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী একজন সংসদ সদস্যও। এরপরও তাকে অন্যান্য তারকার মত নিয়মিতই নানাধরণের বুলিংয়ের শিকার হতে হয়। তিনি এবার একজন ট্যাক্সিচালককে পুলিশের হাতে দিয়েছেন। ট্যাক্সিচালকের প্রতি অভিযোগ উঠেছে তিনি মিমিকে দেখে কটূক্তি ও অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন।

জানা যায়, মিমি তখন জিম করে বাড়ি ফিরছিলেন। ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল। মিমির গাড়ি তখন বালিগঞ্জ ও গড়িয়াহাটের মাঝামাঝি জায়গায় ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়েছিল। ওই সময়ে তার গাড়িকে একটি ট্যাক্সি ওভারটেক করে। গাড়ির জানালা নামানো থাকায় তিনি দেখতে পান ট্যাক্সিচালক তার দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করছে।

বিজ্ঞাপন

দেখেই মাথা গরম হয়ে যায় মিমি চক্রবর্তীর। গাড়ি নেমেই ট্যাক্সিচালককে গাড়ি থেকে টেনে নামান। মিমি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ রাতেই ওই চালককে গ্রেফতার করেন। তিনি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে বলেন, ‘সরকারি গাড়ি দেখেও যদি এক ট্যাক্সিচালক তার আরোহীকে উদ্দেশ্য করে প্রকাশ্যে এমন অশ্লীল অঙ্গভঙ্গি ও মন্তব্য করতে পারে, তা হলে সাধারণ মানুষের কী অবস্থা হতে পারে!’

জানা গেছে, ওই চালকের নাম দেবা যাদব। তার বয়স ৩২ বছর। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এর আগে বছর চারেক আগে মিমি এক পথচারীকে বাইক ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে ধরে ফেলেন।

ট্যাক্সিচালক মিমি চক্রবর্তী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর