Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাওন-টয়ার পারমিশন


১৭ সেপ্টেম্বর ২০২০ ১৪:১৪

টিভি পর্দার পরিচিত মুখ সৈয়দ জামান শাওন ও মুমতাহিনা টয়া। একসঙ্গে অভিনয় করেছেন অনেক নাটকেই। এখন তারা স্বামী-স্ত্রী। নাটকের মাধ্যমেই তাদের পরিচয়, প্রেম এবং বিয়ে। আবারও নাটকে একসঙ্গে দেখা যাবে তাদেরকে। নাটকের নাম ‘পারমিশন’।

‘পারমিশন’ পরিচালনা করেছেন এস কে শুভ। রচনা করেছেন অয়ন চৌধুরী।

নাটকটির গল্পে দেখা যাবে, বাবার বন্ধুর বাড়িতে বেড়াতে আসেন শাওন। এসেই টয়ার মুখোমুখি হয়ে বিব্রতকর অবস্থায় পড়েন। টয়া খুব ঠোঁটকাটা স্বভাবের। তাদের বাড়িতে অপরিচিত আগন্তুক শাওনকে দেখে একের পর এক প্রশ্নবানে জর্জরিত করেন। শেষ পর্যন্ত টয়ার মা এসে শাওনকে রক্ষা করেন। অতিথির দেখভালের দায়িত্ব পড়ে টয়ার ওপরই। সারাক্ষণ খোঁচা দিয়ে কথা বলা আর ঝগড়াটে আচরণের কারণে টয়াকে রীতিমত ভয় পান শাওন। তবে এরমধ্যেই আবার কখন যে তার প্রতি দুর্বল হয়ে পড়ে টয়া বুঝতে পারেন না। অনেক নাটকীয়তার পর এক পর্যায়ে তাদের প্রেম হয়।

বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙায় আগামী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯ টায় প্রচারিত হবে ‘পারমিশন’।

টয়া পারমিশন শাওন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর