Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালমান শাহ’র জন্মদিনে দুই সিনেমা


১৭ সেপ্টেম্বর ২০২০ ১৬:৪৮

বাংলাদেশের অমর নায়ক সালমান শাহের জন্মদিন শনিবার (১৯ সেপ্টেম্বর)। ওই দিন দীপ্ত টিভিতে প্রচারিত হবে সালমান অভিনীত দুটি ছবি ‘বিক্ষোভ’ ও ‘প্রেম পিয়াসী’।

শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে থাকছে ‘বিক্ষোভ‘। ১৯৯৪ সালে মুক্তি প্রাপ্ত সিনেমাটি পরিচালনা করেছেন মহম্মদ হান্নান এবং অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, বুলবুল আহমেদ, রাজিব সহ আরো অনেকে।

এর গল্পে দেখা যায় আসাদ একজন স্বৈরচার বিরোধী ছাত্রনেতা। বিরোধী দলের ষড়যন্ত্রের বলি হয়ে তাকে মৃত্যুবরন করতে হয়। এতে লাভবান হয় তার বিরোধী মাহমুদ চৌধুরী ও শারাফাত আলী খান। কিন্তু মাহমুদের চতুরতায় শারাফাত গ্রেফতার হয় এবং তার জেল হয়ে যায়। ইতোমধ্যে মাহমুদ তার নিজের একটি দল গঠন করে তুলে। সে জাতীয় পর্যায়ে রাজনীতি করার স্বপ্ন দেখে। তার ছাত্র সংগঠনের নেতা রাজা কলেজে যা ইচ্ছা তা করে বেড়ায়। অন্যদিকে কলেজের নির্বাচিত ভিপি অনিক তার বিরুদ্ধে সাধারণ ছাত্রদের পাশে এসে দাড়ায়। জেল থেকে বের হয়ে শারাফাত তার নিজের একটি সংবাদপত্র চালু করে। সে মাহমুদ চৌধুরীর সব কুকীর্তির কথা প্রকাশ করতে থাকে। এক পর্যায়ে মাহমুদ চৌধুরী তার সাথে সাক্ষাত করতে গেলে সে তার পুরনো বন্ধুকে দেখে বিস্মিত হয় এবং তাকে তার এই সব সংবাদ প্রকাশ না করার জন্য শাসায়। শারাফাত তাতে ভয় পায় না। সে অনিককে সব ধরনের সহায়তা করে মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার জন্য।

অন্যদিকে শনিবার দুপুর ১টা ৩০ মিনিটে থাকছে বাংলা সিনেমা ‘প্রেম পিয়াসী‘। ১৯৯৭ সালে মুক্তি প্রাপ্ত সিনেমাটি পরিচালনা করেছেন রেজা হাসমত। সিনেমাটিতে অভিনয় করেছেন সালমান শাহ ও শাবনূর। অন্যান্য পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন আনোয়ারা, রাজীব, মিশা সওদাগর প্রমুখ।

বিজ্ঞাপন

প্রেম পিয়াসী বিক্ষোভ সালমান শাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর