Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় মারা গেলেন অপু বিশ্বাসের মা


১৮ সেপ্টেম্বর ২০২০ ১১:৫১ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২০ ১৩:৪০

চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। খবরটি নিশ্চিত করেছেন ল্যাবএইড হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার চৌধুরী মেহেদি খোদা।

তিনি জানান, ‘দুদিন আগে অপু বিশ্বাসের মাকে করোনা ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়। তিনি শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১২ টা ৪০ মিনিটে তিনি মারা যান।’

এদিকে অপু বিশ্বাসের সহকারী সজল জানিয়েছেন শেফালি বিশ্বাসের মায়ের মরদেহ বগুড়ার বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

অপু বিশ্বাসের বাবার নাম উপেন্দ্রনাথ বিশ্বাস। উপেন্দ্রনাথ বিশ্বাস-শেফালি বিশ্বাস দম্পতির তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। তাদের মধ্যে সবার ছোট অপু। আর এ অভিনেত্রীর সঙ্গে থাকতেন তার মা। অপু বহু সাক্ষাতকারে জানিয়েছেন, তার নায়িকা হওয়ার পিছনে মায়ের অনেক অবদান রয়েছে। তিনিই তাকে নাচ শিখিয়েছেন।

অপু বিশ্বাসের মা ছাড়াও গেল দুই সপ্তাহে চলচ্চিত্র ও টেলিভিশন জগতের অভিনেতা কে এস ফিরোজ, মহিউদ্দিন বাহার ও সাদেক বাচ্চু মারা গিয়েছেন। এদের মধ্যে একমাত্র মহিউদ্দিন বাহার ব্যতীত বাকি সবাই কোভিড-১৯ আক্রান্ত ছিলেন।

অপু বিশ্বাস করোনাভাইরাস টপ নিউজ মা

বিজ্ঞাপন

বিকেলে বিএনপির যৌথ সভা
২২ এপ্রিল ২০২৫ ১০:৩৭

আরো

সম্পর্কিত খবর