Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনুরাগ’কে ‘সবচেয়ে বড় নারীবাদী’ আখ্যা দিলেন তাপসী পান্নু


২১ সেপ্টেম্বর ২০২০ ১৫:১৭ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২০ ১৬:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন অভিনেত্রী পায়েল ঘোষ। পায়েল অভিযোগ করেন, নিজের বাড়িতে ডেকে অনুরাগ তার শ্লীলতাহানি করেন। পায়েল ঘোষ এই অভিযোগ আনার পরেই অনুরাগকে ‘সবচেয়ে বড় নারীবাদী’ বলে সম্বোধন করলেন বলিউডের আরেক অভিনেত্রী তাপসী পান্নু।

প্রসঙ্গত, বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন অভিনেত্রী পায়েল ঘোষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সাহায্য প্রার্থনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে পায়েল লিখেছেন, ‘অনুরাগ কাশ্যপ খুব আপত্তিকরভাবে আমার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে চেয়েছেন। নরেন্দ্র মোদিজি দয়া করে কিছু করুন। লোকে জানুক যে, এই শিল্পীসত্ত্বার আড়ালে কোন রাক্ষস লুকিয়ে। জানি আমার ক্ষতি হতে পারে। নিরাপত্তারও ঝুঁকি রয়েছে। প্লিজ সাহায্য করুন!’

বিজ্ঞাপন

অভিনেত্রী পায়েল ঘোষের এই পোস্টের পরপরই বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে আবার শুরু হয়ে যায় তর্ক-বিতর্ক আর একের পর এক মন্তব্য। অনুরাগের বিরুদ্ধে মন্তব্য করে বসেন তারই এক সময়ের বন্ধু বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বললেন, ‘অনুরাগ কাশ্যপ কখনও এক নারীতে সন্তুষ্ট থাকতে পারেন না! বিবাহিত থাকাকালীনও একাধিক নারীসঙ্গে অভ্যস্ত ছিলেন তিনি।’ অনুরাগ যা করেছেন, তা আসলে বলিউডের রোজনামচা বলে কটাক্ষ করে কঙ্গনা বললেন, ‘বলিউডে উঠতি অভিনেত্রীদের সঙ্গে দেহব্যবসায়ীদের মতো ব্যবহার করা হয়।’

এদিকে অনুরাগ কাশ্যপের পাশে দাড়ালেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। অনুরাগের বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পরেই তাপসী পান্নু তার পরিচালক বন্ধুকে ‘সবচেয়ে বড় নারীবাদী’ বলে সম্বোধন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরাগের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে তাপসী লিখেছেন, ‘আমি জানি আমার বন্ধু সবচেয়ে বড় নারীবাদী। খুব শীঘ্রই ছবির সেটে দেখা হচ্ছে, যেখানে আরও একটি শিল্প তৈরি হবে। তোমার তৈরি জগতে তুমি মহিলাদের কত শক্তিশালী ও তাৎপর্যপূর্ণ হিসেবে তুলে ধরো।’

প্রসঙ্গত, অনুরাগ কাশ্যপের ছবি মনমর্জিয়া-তে অভিনয় করেছিলেন তাপসী। এছাড়াও সান্ড কি আঁখ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তারা।

#মিটু অনুরাগ কাশ্যপ কঙ্গনা রানাওয়াত তাপসী পান্নু পায়েল ঘোষ বলিউড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর