Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গুলশানের চামেলী’র প্রথম লুক প্রকাশ


২১ সেপ্টেম্বর ২০২০ ১৯:৫৭

চেয়ারে পিছমোড়া করে বাঁধা একজন নারী। পুরো ঘর জুড়ে ছোপ ছোপ রক্তের দাগ। ছোট একটি জানালার ফাঁক দিয়ে আবছা আলো এসে পড়ছে। আলো ছায়ার খেলায় অন্যরকম এক রহস্যের সৃষ্টি হয়েছে। এমন নান্দনিকভাবে প্রকাশ পেয়েছে ‘গুলশানের চামেলী’ ছবির প্রথম লুক।

সৈকত নাসির পরিচালনা করবেন ‘গুলশানের চামেলী’। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে পরিচালক তার ফেসবুকে পোস্টারটি প্রকাশ করেন।

ছবিটির প্রধান চরিত্রে অভিনয়ের ব্যাপারে জয়া আহসানকে চাওয়ার কথা বলেছিলেন এর প্রযোজক মোঃ ইকবাল। তবে পরিচালক সৈকত সারাবাংলাকে বলেন, ‘আমরা এখনও প্রধান চরিত্রের শিল্পীর ব্যাপারে কোন সিদ্ধান্ত নিই নাই।’

‘গুলশানের চামেলী’ ছবির গল্প একজন পতিতার জীবনের। যে কিনা বিনা অপরাধে শাস্তি পায়। যিনি হবেন ছবির নায়ক আবার খলনায়ক। সবচেয়ে বড় কথা এ ছবিতে কোনো নায়ক নেই। নায়িকা প্রধান গল্পের ছবি হবে।

আগামী মাস থেকে ছবিটির শুটিং শুরু হবার কথা রয়েছে। পরিচালক জানালেন ছবিটি আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা করছেন তারা।

গুলশানের চামেলী সৈকত নাসির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর