প্রীতিলতার উপর ছবির মহরত
২২ সেপ্টেম্বর ২০২০ ১৪:০৫
ব্রিটিশবিরোধী আন্দোলনে বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবন নিয়ে সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’। সে উপন্যাস অবলম্বনে একই নামে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন প্রদীপ ঘোষ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রীতিলতার ৮৮ তম আত্মাহুতি দিবসে অনুষ্ঠিত হবে ছবিটির মহরত।
বৃহস্পতিবার চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর মিলনায়তনে এ মহরত অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বিশেষ অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার। সভাপতিত্ব করবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে পেয়েছে ‘ভালোবাসা প্রীতিলতা’ ছবিটি। পরিচালক জানালেন, এ চলচ্চিত্রের মূল চরিত্রে থাকছেন দেশের খ্যাতিমান অভিনয়শিল্পীরা। মহরত অনুষ্ঠানে তাদের পরিচয় করিয়ে দেয়া হবে। ছবিটির পোষাক পরিকল্পনায় রয়েছেন শিল্পী কনক আদিত্য। সংগীত পরিচালনা করছেন বাপ্পা মজুমদার।
আগামী ১ অক্টোবর থেকে ছবিটির শুটিং শুরু হবে। শুটিং হবে ঢাকা, চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে।
ভারতের স্বাধীনতার ইাতহাস বাঙ্গালির রক্তে রঞ্জিত হয়েছিলো। সারা ভারতের স্বাধীনতার স্বপ্নকে আন্দোলিত করেছিলো চট্টগ্রামের যুববিদ্রোহ। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে সাহসিকতাপূর্ণ অভ্যুত্থানের মধ্য দিয়ে চট্টগ্রাম চার দিন স্বাধীন ছিলো। দুইশত বছরের বৃটিশ শাসন-শোষণের ও পরাধীনতার শৃংখল মোচনে, বীর চট্টলার মাটিতে জন্ম নেয় বীর নারী প্রীতিলতা ওয়াদ্দেদার। যিনি বৃটিশ প্রমোদ কেন্দ্র ইউরোপিয়ান ক্লাব সফলভাবে হামলা করেন । প্রীতিলতার আত্মাহুতির ঘটনার বিশদ বিবরণ নিয়ে নির্মিত হচ্ছে ‘ভালোবাসা প্রীতিলতা’।