Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রীতিলতার চরিত্রে পরীমণি


২৪ সেপ্টেম্বর ২০২০ ১৫:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০১৬ সালের সেপ্টেম্বর মাসে নির্মাতা রাশিদ পলাশ বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে ‘প্রীতিলতা’ নির্মাণের ঘোষণা দেন। কিন্তু ঘোষণার ৪ বছর হয়ে গেলেও ছবিটি আর শুরু হচ্ছিলো না। এমনকি প্রধান চরিত্রে কে অভিনয় করবেন তাও জানান নি। অবশেষে ঐতিহাসিক চরিত্রটিতে পরীমনিকে চুক্তিবদ্ধ করিয়েছেন রাশিদ পলাশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে পরীমনিকে চুক্তিবদ্ধ করান রাশিদ পলাশ। তিনি সারাবাংলাকে বলেন, ‘আমরা নানা কারণে ছবিটির শুটিং শুরু করতে পারছিলাম না। যাই হোক সকল সমস্যা শেষে আমরা আগামী ১ নভেম্বর থেকে শুটিংয়ে যাচ্ছি।’

রাশিদ জানান, ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের চরিত্রে অভিনয়ের কথা রয়েছে আহমেদ রুবেলের। তবে এখন পর্যন্ত তাকে চুক্তি করানো হয়নি।

বিজ্ঞাপন

শোনা যাচ্ছে পরীমনি ছবিটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করবেন। পলাশ বিষয়টি অস্বীকার করেন, ‘না, না। কে বললো? এটা সত্য না। উনি শুধু অভিনয় করছেন আমাদের ছবিতে।’

প্রীতিলতার উপর ‘ভালোবাসা প্রীতিলতা’ নামে আরেকটি ছবি নির্মাণ করছেন প্রদীপ ঘোষ। ছবিটি ২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদান পেয়েছে। নির্মিত হচ্ছে প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে।

দুই ছবির বিষয়বস্তু এক হলেও দুটি গল্পে নির্মিত হচ্ছে বলে জানালেন রাশিদ। তিনি বলেন, ‘দুটি ছবির একটাই মিল দুই জায়গাতেই উপদেষ্টা হিসেবে রয়েছেন সেলিনা হোসেন। এ ছাড়া কোন মিল নেই।’

‘প্রীতিলতা’ প্রযোজনা করছে ইউফোরসি লিমিটেড।

পরীমনি প্রীতিলতা রাশিদ পলাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর