Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাড়ে তিন বছর পর নতুন ছবিতে ভাবনা


২৮ সেপ্টেম্বর ২০২০ ১৩:০১

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা অভিনীত সবশেষ ছবি ‘ভয়ংকর সুন্দর’। অনিমেষ আইচ পরিচালিত ছবিটি মুক্তি পায় সাড়ে তিন বছর আগে। এর মাঝে তাকে নাটকে দেখা গেলেও সিনেমায় কাজ করেননি। অবশেষে তাকে নুরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’তে দেখা যাবে। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক।

আগামী ৪ অক্টোবর থেকে ভাবনার অংশের শুটিং হবে ময়মনসিংহে। এটি নুরুল আলম আতিকের সঙ্গে ভাবনার প্রথম কাজ।

‘লাল মোরগের ঝুঁটি’ ছবির গল্প আমাদের মহান মুক্তিযুদ্ধভিত্তিক। এতে ভাবনাকে ‘পদ্ম’ নামে একটি চরিত্রে দেখা। তার সহশিল্পী হিসেবে একটি মোরগকে দেখা যাবে। ‘ভয়ংকর সুন্দর’ ছবির শুটিং চলাকালীন সময়ে ছবিটির সঙ্গে যুক্ত হন তিনি।

লকডাউনের আগে প্রায় তিন মাস ধরে ছবিটির জন্য প্রস্তুতি নেন ভাবনা। নতুন করে কাজ শুরুর কথা উঠলে ভাবনা গত এক মাস ধরে নিজেকে প্রস্তুত করছেন।

আশনা হাবিব ভাবনা লাল মোরগের ঝুঁটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর