রহস্যময় ঘটনা নিয়ে ডার্ক থ্রিলার ‘বিলাপ’
২৯ সেপ্টেম্বর ২০২০ ১৭:২৩
রাজধানী থেকে হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যাচ্ছে একের পর এক শিশু। বাদ যাচ্ছে নারী ও পুরুষরা। ঘটতে থাকে লোমহর্ষক সব খুনের ঘটনা। পুলিশের বিশেষ শাখাগুলো নানাভাবে চেষ্টা করেও অপরাধীকে ধরতে পারছে না। কিন্তু ক্লু বিহীন ঘটনার রহস্য উদঘাটন করে ফেলেন সাব-ইন্সপেক্টর রাহাত। সন্ধান পান ভয়ংকর এক গুপ্তঘাতক দলের।
এমনই গল্পে সম্প্রতি নির্মিত হয়েছে ডার্ক থ্রিলার ওয়েব সিরিজ ‘বিলাপ’। নির্মাণ করেছেন যৌথভাবে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার। প্রযোজনা করেছে ক্রপ ক্রিয়েশন।
‘বিলাপ’-এর বিভিন্ন চরিত্রে দেখা যাবে শরিফুল রাজ, জাকিয়া বারী মম, শবনম ফারিয়া, রুনা খান, লুৎফর রহমান জর্জ, খায়রুল বাশার, মাজনুন মিজান, মাসুম বাশার, ইনতেখাব দিনার, জয় রাজ, সমাপ্তি মাসুক, দীপু ইমাম, এহসান রহমান, আশরাফুল আশিষ, নবাগত পূজা ক্রুজ, নীলাঞ্জনা নীলাকে। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত।
যৌথ পরিচালকের মধ্যে সানী সানোয়ার জানান, ওয়েব সিরিজে নান্দনিক ঢং এবং নির্মাণে কৌশলে সিনেমার ছাপ রেখে নির্মাণ করা হচ্ছে। এতে করে দর্শকের আগ্রহ বাড়ছে এর প্রতি। সে জায়গা থেকে তারা ‘বিলাপ’ নির্মিত হয়েছে।
গল্প বলার ধরণ ও নির্মাণে ‘র’ স্টাইল অনুসরণ করে বানানো হয়েছে সিরিজটি। তাই আমার বিশ্বাস দর্শকরা বেশ ভালোভাবেই পছন্দ করবে সিরিজটি—বলেন শরিফুল রাজ।
‘বিলাপ’-এ সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন মিছিল সাহা। এতে স্ক্রিপ্ট সুপারভাইজার হিসেবে ছিলেন হাসানাত বিন মতিন। মিঠুন দেবনাথের তত্ত্বাবধানে শুরু হয়েছে সম্পাদনার কাজ। ওয়েব সিরিজটি প্রযোজনা করেছে টার্ন কমিউনিকেশন্স। দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম সিনেমাটিকে।