Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোহম’রও করোনা


৩০ সেপ্টেম্বর ২০২০ ১৪:০৩ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২০ ১৫:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাসে আক্রান্ত হলেন টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম গুলো।

জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই শরীরে করোনার বিভিন্ন উপর্সগ দেখা দেওয়ায় করোনা পরীক্ষা করান অভিনেতা সোহম। সোমবার রাতে তার রিপোর্ট পজিটিভ আসে। এর পরপরই হাসপাতালে ভর্তি হন তিনি।

এদিকে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, সোহমের অবস্থা আশঙ্কাজনক নয়। তাকে পুরোপুরি পর্যবেক্ষণে রাখা হয়েছে। জানা গেছে, সোহমের স্ত্রী ও দুই সন্তানেরও করোনা পরীক্ষা করা হয়েছে। তবে তারা কেউ-ই করোনা আক্রান্ত নন।

প্রসঙ্গত, এর আগেও টলিউডে ইন্ডাস্ট্রিতে করোনা আক্রান্ত হয়েছিলেন কোয়েল মল্লিক-সহ পরিবারের ৪ সদস্য। সম্প্রতি সংক্রমিত হন রাজ চক্রবর্তী। এছাড়াও টেলিভিশনের একাধিক অভিনেতাও সংক্রমিত হয়েছেন।

বিজ্ঞাপন

করোনায় আক্রান্ত টলিউড ইন্ডাস্ট্রি সোহম চক্রবর্তী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর