Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নায়িকা করার শর্তে আইটেম গানে মিষ্টি জান্নাত


৩০ সেপ্টেম্বর ২০২০ ১৭:৩৫

মিষ্টি জান্নাত নায়িকা হিসেবে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। ‘বীরত্ব’র আইটেম গানের জন্য ছবিটির প্রযোজক তাকে চেয়েছিলেন। কিন্তু তিনি জুড়ে দেন এক অদ্ভূত শর্ত, তাকে নায়িকা করতে হবে তবেই তিনি আইটেম গার্ল হবেন। অনেক বিতর্কের পর প্রযোজক তার শর্ত মেনে নেন। তবে তিনি ‘বীরত্ব’র নায়িকা নন, অন্য ছবির নায়িকা হবেন।

সাইদুল ইসলাম রানা পরিচালিত ‘বীরত্ব’ প্রযোজনা করছেন রঞ্জন দত্ত। মিষ্টি জান্নাত এ প্রসঙ্গে বলেন, ‘আমি নায়িকা হিসেবে থেকে চেয়েছি, শুধু আইটেম গার্ল হিসেবে না। নিপুণ আপু ছবিটির মূল চরিত্রে তখন আমাকে দ্বিতীয় প্রধান চরিত্রটি অফার করা হলে আমি না করি। পরে নতুন ছবির গল্প শোনানো হয়। এরপর আমি স্বাক্ষর করেছি।’

বিজ্ঞাপন

ভারতীয় টেলিভিশন চ্যানেল জি বাংলার অনুষ্ঠান ‘সা রে গা মা পা’র চ্যাম্পিয়ন অঙ্কিতা আইটেম গানটিতে কণ্ঠ দিয়েছেন। আগামী ৩ অক্টোবর গানটির রেকর্ডিং হবে এবং ৪ অক্টোবর থেকে এর শুটিং হবে ফরিদপুরে।

নিপুণের পাশাপাশি ‘বীরত্ব’-এ অভিনয় করছেন ইমন ও নিশাত নাওয়ার সালওয়া।

আইটেম গান বীরত্ব মিষ্টি জান্নাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর