Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসিইউতে ‘রোকযানা’ খ্যাত সঙ্গীতশিল্পী শেখ শাহেদ


১ অক্টোবর ২০২০ ১৪:৪৭

সঙ্গীতশিল্পী শেখ শাহেদ

গুরুতর অসুস্থ নব্বই দশকের জনপ্রিয় সঙ্গীতশিল্পী শেখ শাহেদ। বর্তমানে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তাকে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে।

জানা গেছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল এবং সর্বশেষ রাত ১টার দিকে তাকে আনোয়ার খান মডার্ন মেডিকেলে নেওয়া হয়।

তাকে তত্ত্বাবধান করছেন নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার শিরাজী। তিনি জানান, ‘নিশ্চিতভাবে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে তিনি মাইল্ড স্ট্রোক করেছেন। এছাড়া তার কিডনি ফেইলিউর করেছে।’

উল্লেখ্য, শেখ শাহেদ ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। নব্বই দশক থেকে তিনি গান করে আসছেন। সঙ্গীত মহলে রোকযানার শাহেদ নামেও পরিচিত তিনি। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে- ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’। তার প্রথম অ্যালবাম ‘প্রভু’ প্রকাশ হয়েছিল ১৯৯১ সালে। এরপর তিনি আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেছেন।

আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল গাছ ব্যান্ড সঙ্গীতশিল্পী শেখ শাহেদ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর