Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিলন ও সুষমা’র ‘অনুভবে প্রতিক্ষণ’


১ অক্টোবর ২০২০ ১৭:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এলমার সামান্য একটি মিথ্যা সন্দেহের কারণে দীপুর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায়। এলমা সন্তানের সঙ্গে দেখা করার সুযোগও কোনদিন দেয় না দীপুকে। অলিসিয়া তার বাবার সঙ্গে শুধু ফোনে কথা বলতে পারে, কিন্তু সামনা সামনি দেখা হওয়া থেকে বঞ্চিত বাবা ও মেয়ে। বাবাকে পাওয়ার ব্যাকুলতা তার মধ্যে প্রকট, বাবা দীপু তা জানে, মা এলমাও তা জানে কিন্তু সন্দেহের দেয়াল তাদেরকে এক হতে দেয়নি বিগত ৪টি বছর। এলমা ব্যস্ত থাকে তার বাবার বিশাল ব্যবসা নিয়ে আর দীপু ব্যস্ত থাকে তার চাকরী আর নতুন সংসার নিয়ে। ভুলে থাকার চেষ্টা করে একে অন্যকে, কিন্তু তা পারে কি? প্রতিক্ষণ অনুভবে দুজনের থেকেই যায় এলমার কথা, দীপুর কথা, অলিসিয়ার কথা। ঘটনাক্রমে এলমার সন্দেহ একদিন ভাঙে কিন্তু কিছুই করার থাকেনা তখন দু’জনের। কারণ, দীপুর এখন সংসার আছে, আর এলমার আছে ক্যান্সার।’

বিজ্ঞাপন

এমনই একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘অনুভবে প্রতিক্ষণ’। লাভলী ইয়াসমিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মামুন চৌধুরী রিপন। অভিনয়ে আনিসুর রহমান মিলন, সুষমা সরকার, দিলারা জামান, জয়রাজ, জুলফিকার চঞ্চল, আইনুন পুতুল, কাজী রাজু, টুনটুনি সোবহান ও শিশু শিল্পী অবনি।

নির্মাতা সুত্রে জানা গেছে, একক নাটক ‘অনুভবে প্রতিক্ষণ’ প্রচারিত হবে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯টায় এনটিভিতে।

অনুভবে প্রতিক্ষণ আনিসুর রহমান মিলন জয়রাজ দিলারা জামান মামুন চৌধুরী রিপন সুষমা সরকার

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর