Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্টার টক্’র আড্ডায় পথ চলার গল্প শোনাবেন বাপ্পা মজুমদার


১ অক্টোবর ২০২০ ১৯:১৮ | আপডেট: ১ অক্টোবর ২০২০ ২০:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমাজে বিভিন্ন ক্ষেত্রে এমন অনেক মানুষ আছেন, কর্মগুণে যারা তারার মত উজ্জ্বল! এদের কাউকে আমরা চিনি, কেউ আবার আজও আছেন অন্তরালে। এইসব তারকাদের নিয়েই ‘স্টার টক্’ নামে অনলাইন আড্ডার আয়োজন করছেন দেশের জনপ্রিয় বিজ্ঞাপনচিত্র নির্মাতা ও নাট্যকর্মী সৈয়দ আপন আহসান।

শনিবার (০৩ অক্টোবর) ‘স্টার টক্’র এই আড্ডায় এবার অতিথি হিসেবে থাকবেন গায়জ, সুরকার বাপ্পা মজুমদার।

এই আয়োজন এবং অতিথি প্রসঙ্গে সৈয়দ আপন আহসান বললেন, “পণ্ডিত বারীন মজুমদার এবং ইলা মজুমদার-এর এই কনিষ্ঠ সন্তানটি উচ্চাঙ্গসংগীত চর্চার সাথে সরাসরি যুক্ত না থাকলেও সংগীতকেই নিজের পরিচয় সৃষ্টির মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। ‘দলছুট’ হয়ে লাখো তরুণের মনে জায়গা করে নিয়েছেন পাকাপাকিভাবে। মৃদুভাষী এই গায়ক, নিজের অনন্য গায়কী আর সুরসৃষ্টির মাধ্যমে বাংলা গানের এক উল্লেখযোগ্য নামে পরিণত হয়েছেন বাপ্পা মজুমদার।”

বিজ্ঞাপন

সৈয়দ আপন আহসান আরও বললেন, “কথায় আর গানে আগামী ‘স্টার টক’-এ আলাপ হবে তারই সাথে। প্রতিভাবান এই গায়কের অনুপ্রেরণামূলক পথ চলার গল্প থেকে জেনে নেবো তার বেড়ে ওঠা, সাফল্য আর প্রতিবন্ধকতার কথা।”

এক্সপ্রেশান্স’র সহযোগিতায় ‘স্টার টক্’র এই লাইভ আয়োজনটি প্রচারিত হবে ০৩ অক্টোবর (শনিবার) রাত ৯টায় ফেসবুক পেইজ https://www.facebook.com/SyedAponAhsanOfficial এবং ইউটিউব https:// youtube.com/user/MyApon -লিঙ্কে।

এক্সপ্রেশান্স বাপ্পা মজুমদার সৈয়দ আপন আহসান স্টার টক্

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর