‘সুন্দর কেন্দ্র’র আয়োজনে দেশব্যাপী ‘লালজমিন’র প্রদর্শনী
১ অক্টোবর ২০২০ ২০:২২
মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশের এক নারীর সংগ্রামী জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে মঞ্চ নাটক ‘লালজমিন’। মান্নান হীরা’র রচনা ও সুদীপ চক্রবর্তী’র নির্দেশনায় শূন্যন রেপার্টরি থিয়েটারের প্রথম প্রযোজনা ‘লালজমিন’। মূলত একক অভিনীত এই মঞ্চ নাটকটি গত কয়েক বছর ধরে টানা মঞ্চস্থ করে যাচ্ছেন মোমেনা চৌধুরী। মুক্তিযুদ্ধকে উপজীব্য করা বাংলাদেশকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এবার ‘সুন্দর কেন্দ্র’ নিজেদের পৃষ্ঠপোষকতায় আয়োজন করছে দেশব্যাপী নাটকটির একাধিক প্রদর্শনীর।
‘লালজমিন’ নাটকটিতে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এক জীবন, দুরন্ত বালিকাজীবন। বর্ণিল কৈশোর, দুঃসহ বয়ঃসন্ধিকাল। মুহূর্তেই এককাল থেকে আরেককালে যাচ্ছেন তিনি। মঞ্চই বাড়ির উঠোন, খড় ছিটানো, এক্কাদোক্কা খেলা, ফসল ফলনের জায়গা, পদ্ম-শাপলা ফোটা বিল। দর্শকের সামনে পুরো মঞ্চটাই যেন এক টুকরো বাংলাদেশ।
বাংলাদেশের মঞ্চ নাটকের ইতিহাসে বহুল আলোচিত এই নাটকটি মঞ্চায়িত হওয়ার পর এসব অনুভূতি নিয়ে ঘরে ফেরেন অভিনেত্রী মোমেনা চৌধুরী। কখনো নাটক মঞ্চায়নের পর তাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদেছেন দর্শকেরা। কেউ কুশীলবের হাত ছুঁয়ে অনুভব করতে চেয়েছেন মুক্তিযুদ্ধকে। এক রিকশাচালক নিজের সারা দিনের কষ্টার্জিত মাইনে কুশীলবের হাতে তুলে দিয়েছিলেন খুশিমনে। একেকটি রজনীতে নাটকটির জন্য এই অনুভূতির প্রকাশ, যেন একেকটি ‘লালজমিন’।
‘সুন্দর কেন্দ্র’র পৃষ্ঠপোষকতায় দেশব্যাপী একাধিক প্রদর্শনীর অংশ হিসেবে শুক্রবার (০২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মঞ্চে আয়োজন করা হয়েছে নাটকটির উদ্বোধনী আয়োজন। এই আয়োজনের অংশ হতে সবাইকে ‘সুন্দর কেন্দ্র’র পক্ষ থেকে আমন্ত্রন জানান হয়েছে।
অভিনেত্রী মোমেনা চৌধুরী মান্নান হীরা লালজমিন শূন্যন রেপার্টরি থিয়েটার সুদীপ চক্রবর্তী সুন্দর কেন্দ্র