Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রওনক-সানিয়ার ‘ডিস্টার্ব হাজবেন্ড’


২ অক্টোবর ২০২০ ১৩:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুটিং শেষ হয়েছে কমেডি নাটক ‘ডিস্টার্ব হাজবেন্ড’। নাটকটির কাহিনি লিখেছেন রুহুল আমিন পথিক। পরিচালনা করেছেন জয় সরকার। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান ও সানিয়া জামান জারা।

গল্পে দেখা যায়, রাশেদ রাতে ঘুমালে প্রচন্ড নাক ডাকে। রাশেদের স্ত্রী ঊর্মিলা এতে প্রচন্ড ক্ষিপ্ত হয়। এ নিয়ে প্রতিনিয়ত রাশেদের সঙ্গে ঊর্মিলা’র বাক-বিতন্ডা হয়। ঊর্মিলা বলে তার এই নাক ডাকার স্বভাব না গেলে সে তার সংসার করবে না। রাশেদ বাধ্য হয়ে নাক ডাকার চিকিৎসা করার জন্য এক ধান্দাবাজ ডাক্তারের পাল্লায় পড়ে। ডাক্তার দিনে পর দিন রাশেদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় নানা ভুয়া ঔষধ-পত্র দিয়ে, কিন্তু রাশেদের নাক ডাকা বন্ধ হয় না।

বিজ্ঞাপন

‘ডিস্টার্ব হাজবেন্ড’ নাটকে আরো অভিনয় করেছেন শফিক খান দিলু, সায়লা কবিরাজ ও সাহেদ খন্দকার।

নাটকটি খুব শিগগিরই যেকোন একটি বেসরকারি চ্যানেলে প্রকাশিত হবে।

ডিস্টার্ব হাজবেন্ড রওনক হাসান সানিয়া জামান জারা