জোলির অভিনয়ে আসার কারণ
১০ ডিসেম্বর ২০১৭ ১৮:০৯ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৭ ১৮:২৩
এন্টারটেইনমেন্ট ডেস্ক
চলচ্চিত্র দুনিয়ায় তো অবশ্যই, চলচ্চিত্রের বাইরেও পরিচিত অ্যাঞ্জেলিনা জোলি। হলিউডের হেভিওয়েট এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন তার অতীত নিয়ে। ৪২ বছরের জোলি জানিয়েছেন তার অভিনয়ে আসার কারণ। মাকে সাহায্য করতে, তার বিল পরিশোধ করতেই অভিনয়ের শুরু করেন জোলি।
‘অভিনয়ে আমি খুবই অন্তরিক থাকতে চেয়েছি। পেয়েছি জনপ্রিয়তার আনন্দ। কিন্তু এখনও মনে হয়, আমি ক্যামেরা সামনে অতোটা দক্ষ নই।’
অভিনয় জীবন নিয়ে জোলি বলেছেন, ‘নিশ্চয়ই আমি অনেক আনন্দিত- সফল হতে পেরেছি। কিন্তু যখন অভিনয় শুরু করি, বিষয়টিকে চাকরির মতো ভাবতাম। কিন্তু না, এটা সৃজনশীল কারবার। কাজের জন্য অনেক জায়গায় গিয়েছি, শিখেছি অনেক কিছু। কিন্তু মায়ের মৃত্যুর পর মনে হলো, সব অর্থহীন। যে মায়ের বিল পরিশোধ করতে অভিনয় শুরু করেছিল, আমি সেই মানুষটি নই।
অ্যাঞ্জেলিনা জোলি তার কষ্টের সময়ের গল্প বলতে গিয়ে আরও জানান, ‘হলিউড ইন্ডাস্ট্রিতে আমি যখন একেবারেই নতুন, জীবন সম্পর্কে কিছুই বুঝতাম না। ১৭-১৮ বছরের একটি মেয়েকে মাইক্রোফোন ধরিয়ে দিয়ে প্রশ্নের পর প্রশ্ন করা হচ্ছে। সবাই অভিনয় নিয়ে জানতে চাচ্ছে। আমি কিছুই বলতে পারছি না।’
কারণ জোলি অভিনয়ের চেয়ে আগ্রহী ছিলেন কাজ করতে। যে কাজ তার আর্থিক চাহিদা মেটাবে।
সারাবাংলা/পিএ/কেবিএন/পিএম