Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তৌসিফ, তানজিন তিশা ও কল্যাণের ‘কাব্য বন্যা’


৩ অক্টোবর ২০২০ ১৬:০৯

বন্যার গাড়ি চলতে শুরু করল, পেছনে ছুটছে একটি ছেলে। ছেলেটিকে অনেক দূরে ফেলে রেখে অল্প সময়ের মধ্যেই একটি বাড়িতে ঢুকল গাড়িটি। বাড়িটা বেশ জাঁকজমক, রাজবাড়ীর মতো। বাড়ির মালিক জামিল হাসান। বন্যা তার স্ত্রী। সে সূত্রে বন্যাকে এ বাড়ির মালিকও বলা যায়। তবুও মাঝে মাঝে বন্যার মনে হয় সে এ বাড়িতে বন্দিনী। জামিল সাহেব বিয়ে করার পর বাড়িতে তার আত্মীয়স্বজন খুব একটা আসেনি। বন্ধু-বান্ধবও কেউ না। তার কারণ তিনি বন্যাকে প্রচুর ভালোবাসেন। এ কারণেই তার মনে বন্যাকে হারানোর ভয়।

বিজ্ঞাপন

এমনই একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘কাব্য বন্যা’। মমর রুবেলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজমুল রনি। আর এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তানজিন তিশা, কল্যাণ কোরাইয়া প্রমুখ।

রবিবার (৪ অক্টোবর) রাত ১১ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।

কল্যাণ কোরাইয়া কাব্য-বন্যা তানজিন তিশা তৌসিফ মাহবুব নাটক মাছরাঙা টেলিভিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর