Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানি ভক্তদের ভালবাসায় আপ্লুত দিলীপ কুমার


৩ অক্টোবর ২০২০ ১৮:২৪ | আপডেট: ৩ অক্টোবর ২০২০ ১৯:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৯২২ সালে পাকিস্তানের খাইবারে একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিয়েছিলেন মুহাম্মদ ইউসুফ খান। যিনি বলিউড ইন্ডাস্ট্রিতে দিলীপ কুমার নামেই সর্বজন শ্রদ্ধেয়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই অভিনেতা ১৯৩০ সালের শেষ সময়ে ১২ সদস্যের পরিবার নিয়ে পাকিস্তানের খাইবার অঞ্চল ছেড়ে ভারতের মুম্বাইয়ে পাড়ি জমান। তার ছোটবেলার সেই স্মৃতি বিজরিত বাড়ি কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের খাইবার-পাখতুনওয়া প্রদেশের সরকার। সাথে বলিউডের আরেক কিংবদন্তী রাজ কাপুরের বাড়িও। যিনিও জন্ম নিয়েছিলেন পাকিস্তানে।

উল্লেখ্য, পাকিস্তান সরকার এই বাড়িগুলি অধিগ্রহণ করে নিয়ে সেগুলি ঐতিহাসিক ভবন হিসেবে সংরক্ষণ করবে বলে জানিয়েছে। বর্তমানে এই বাড়িগুলির অবস্থা খুবই খারাপ। দুই কিংবদন্তী বলিউড তারকা রাজ কাপুর ও দিলীপ কুমারের পূর্বপুরুষের বাড়ি কিনে নেওয়ার জন্য বাজেট বরাদ্দ করেছে পাকিস্তানের খাইবার-পাখতুনওয়া প্রদেশের আর্কিওলজি বিভাগ। পেশোয়ার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই ভবন দুটিকে আগেই হেরিটেজ বিল্ডিং হিসেবে ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

পাকিস্তান সরকারের এমনই একটি সিদ্ধান্তে আবেগ আপ্লুত হয়ে পরেছেন দিলীপ কুমার। ছেলেবেলার স্মৃতি রোমন্থন করতে চেয়েছিলেন ৯৭ বছরের অভিনেতা। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানিদের কাছে তার বাড়ির ছবি পাঠাতে অনুরোধ করেছিলেন। তার এই আবদারে যেন সাড়া পড়ে গেল পাকিস্তানের ভক্ত ও অনুরাগীদের কাছে। দিলীপ কুমারকে ছবির পাশাপাশি প্রচুর ভালোবাসাও পাঠিয়েছেন প্রতিবেশী দেশের নাগরিকরা। ফলে যারপরনাই আপ্লুত অভিনেতা।

https://twitter.com/TheDilipKumar/status/1311217944764973056

পাকিস্তানি সাংবাদিক শিরাজ হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলীপ কুমারের সেই ভগ্নদশা বাড়ির কিছু ছবি শেয়ার করেছেন। সেই ছবি পেয়ে তাকে কৃতজ্ঞতা জানিয়ে দিলীপ কুমার লিখেছেন, ‘এটি শেয়ার করার জন্য ধন্যবাদ। পেশোয়ারের সবার কাছে আমার পূর্বপূরুষের বাড়ির ছবি শেয়ার করা ও #DilipKumar ট্যাগ করার জন্য অনুরোধ করছি।’

প্রবীণ অভিনেতার এই পোস্টের পরপরই #DilipKumar ট্রেন্ডিং হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অনেকেই তার পাকিস্তানের বাড়ির ছবি শেয়ার করতে শুরু করেন। অনেকে লিখে জানিয়েছেন যে, দিলীপ কুমারকে কতটা ভালোবাসেন পাকিস্তানের মানুষ। ছোট থেকে বড় হয়ে ওঠার সময় তার ফিল্ম অনেকের কাছেই ছিল অনুপ্রেরণা, অনেকেই দারুণ ভক্ত তার। পাকিস্তানের নাগরিকদের এমন সব মন্তব্য আবেগে ভাসিয়েছে অভিনেতাকে।

দিলীপ কুমার ও সায়রা বানু

এদিকে পাকিস্তান সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানালেন দিলীপ কুমার পত্নী অভিনেত্রী সায়রা বানু । এই সংবেদনশীল পদক্ষেপের সমর্থন জানিয়ে ভারতীয় গণমাধ্যমে দেয়া এক মন্তব্যে তিনি বললেন, ‘আমি প্রাদেশিক সরকারের প্রয়াসের সাফল্য কামনা করছি। আমি অত্যন্ত আনন্দিত যে আমার স্বপ্ন এতদিনে সত্যি হতে চলেছে। মাশাল্লাহ।’

দিলীপ কুমার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর