Thursday 28 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রকাশ পেলো ‘মানুষ কবে মানুষ হবে’


৪ অক্টোবর ২০২০ ১৬:১৩

মানুষের নানা ধরণের অধঃপতন, বিবেকের উল্টোপথে যাত্রা নিয়ে তৈরি হয়েছে গান ‘মানুষ কবে মানুষ হবে’। খায়রুল বাবুইয়ের কথায় গানটি গেয়েছেন আমিরুল মোমেনীন মানিক। শিল্পীর নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে।

এসকে সমীরের সঙ্গীতায়োজনে গানের কথাগুলো এরকম ‘তোমার প্রেমে প্রার্থনা কই/ধর্ম কেন বন্দি তালায়/শিক্ষা এবং দীক্ষা তুমি/নিয়েছ কোন কর্মশালায়/শিখেছ কী দেখে দেখে/ভুলগুলোকে কোথায় রেখে/বলো আমায় কখন কবে/মানুষগুলো মানুষ হবে।’

বিজ্ঞাপন

‘মানুষ কবে মানুষ হবে’ প্রসঙ্গে শিল্পী মানিক বলেন, জনসংখ্যা বাড়ছে, কিন্তু মানুষ বাড়ছে না। চারদিকে তাকালে কেবল মানুষের মুখওয়ালা প্রাণী দেখতে পাই! মাঝে-মধ্যে আয়নায় নিজেকে দেখে ভড়কে যাই—আরে, আমি কি মানুষ! না অন্য কিছু? তবুও সিন্দাবাদের নতুন সফরের মতো আশা জাগিয়ে রাখি। স্বপ্ন দেখি, সকাল আসবেই। ফুটফুটে ভোরের আলোয় মানুষগুলো মানুষ হবে। সেই প্রত্যাশা থেকেই মানুষকে জাগানোর গান ‘মানুষ কবে মানুষ হবে’।

গীতিকবি খায়রুল বাবুই বলেন, মানুষ হবার জন্য নিরন্তর ধ্যানই এরকম গান তৈরির সাহস যুগিয়েছে। ভিউয়ের লড়াইয়ে আমরা জিততে চাই না। চাই বর্তমান এবং অনাগত সময়ে আলো দেখাক ‘মানুষ কবে মানুষ হবে’।

আমিরুল মোমেনীন মানিক মানুষ কবে মানুষ হবে

বিজ্ঞাপন

আবার একসঙ্গে দুই খান
২৮ নভেম্বর ২০২৪ ১৮:৩৪

আরো

সম্পর্কিত খবর