Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশী শিল্পীর গানে আলজেরিয়ান মডেল


৪ অক্টোবর ২০২০ ১৮:৫৭

কানাডা প্রবাসী শিল্পী আশরাফুল পাভেল শ্রোতাদের উপহার দিলেন নতুন গান ‘যাইমু লং ড্রাইবো’। গানটির ভিডিওতে মডেল হয়েছেন আলজেরিয়ান তারকা মৌনা।

‘যাইমু লং ড্রাইবো’ গানটির কথা ও সুর করেছেন আশরাফুল পাভেল ও সাবজ। সঙ্গীতায়োজনে ছিলেন আশরাফুল পাভেল নিজেই। শনিবার (৩ অক্টোবর) গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন।

কানাডার মনরোম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন ওবাই সাম্মির। আলজেরিয়ান মৌনার সঙ্গে আশরাফুল পাভেলও মডেল হিসেবে অভিনয় করেছেন ভিডিওটিতে।

যাইমু লং ড্রাইবো’ নিয়ে পাভেল বলেন, গানটি গতানুগতিক বাংলা গানগুলো থেকে একটু আলাদা। আমি বাংলা গানকে বিশ্বমানের করার জন্য কাজ করে যাচ্ছি নিয়মিত। গানের কথা, সুর এবং সঙ্গীতায়োজনে ভিন্নতা পেয়েছেন শ্রোতা। আর ভিডিও চিত্রায়ন ও লোকেশন মুগ্ধ হয়েছেন দর্শক। প্রকাশের পর অনেকেরই প্রশংসা পাচ্ছি। আশা করি সব শ্রেনীর শ্রোতা-দর্শক পছন্দ করবেন ‘যাইমু লং ড্রাইবো’।

আশরাফুল পাভেল মৌনা যাইমু লং ড্রাইবো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর