Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘খুন হয়েছেন সুশান্ত’ — ফরেনসিক বিভাগের গোপন অডিও


৫ অক্টোবর ২০২০ ২১:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৪ জুন নিজের ফ্ল্যাট থেকে সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত লাশ উদ্ধারের পর থেকে তার মৃত্যু নিয়ে একের পর এক তথ্য আসছে। অধিকাংশই হচ্ছে তিনি আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে। কিন্তু সে সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছিলেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের ফরেনসিক বিভাগ (এইমস)। ফরেনসিক বিভাগের প্রধান ডা. সুধীর গুপ্ত এবং তার টিম সুশান্তের মৃত্যুতে আত্মহত্যা বলেই মত দিয়েছেন। তারা জানিয়েছিল, খুন নয়, আত্মহত্যাই করেছেন সুশান্ত। এবার সে তথ্যকে মিথ্যা বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম।

ভারতীয় একটি সংবাদ সংস্থার দাবি, তাদের কাছে এইমস’র ফরেনসিক বিভাগের প্রধান ডা. সুধীর গুপ্ত’র অডিও রেকর্ড রয়েছে। যাতে তিনি নাকি সুশান্তের মৃত্যুর ঘটনাকে ‘খুন’ হিসেবে উল্লেখ করেছেন। ২৯ জুন সিবিআইকে সুশান্তের চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছিল এইমস। তারপরই সুধীর গুপ্ত জানিয়েছিলেন, সুশান্তের মৃত্যু ঝুলন্ত অবস্থার শ্বাসরোধ হওয়ার কারণেই হয়েছে এবং তা আত্মহত্যা।

বিজ্ঞাপন

ওই সংবাদ সংস্থার দাবি, ২২ আগস্ট ডা. সুধীর গুপ্তর এই অডিও রেকর্ড হয়েছিল। যাতে তিনি নাকি জানিয়েছিলেন, সুশান্তকে যে খুন করা হয়েছে সেবিষয়ে তিনি ২০০ শতাংশ নিশ্চিত। সুশান্তের ময়নাতদন্তে তাড়াহুড়ো করা হয়েছিল বলেও জানান তিনি।

এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে নতুন ফরেনসিক টিম দিয়ে ভিসেরা নমুনা পরীক্ষা করার আবেদন জানিয়েছেন সুশান্তের বাবার আইনজীবী বিকাশ সিং।

এর আগে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সুধীর গুপ্ত একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, সুশান্তের দেহের ভিসেরা নমুনার মাত্র ২০ শতাংশ এইমস টিম পেয়েছে। তার উপরে ভিত্তি করেই নতুন করে শুরু হয় পরীক্ষা। ২৯ সেপ্টেম্বর এইমস টিমের পক্ষ থেকে চূড়ান্ত ভিসেরা রিপোর্ট সিবিআই’র তদন্তকারী দলের হাতে তুলে দেওয়া হয়। তারপরই ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, রিপোর্টে খুনের তত্ত্ব খারিজ করে দেওয়া হয়েছে। ডা. সুধীর গুপ্ত এবং তার টিম সুশান্তের মৃত্যুতে আত্মহত্যা বলেই মত দিয়েছেন।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে আবার নাটকীয় মোড় নিয়ে সিবিআই তদন্তের উপরই ভরসা রাখছেন তার দিদি শ্বেতা সিং কীর্তি এবং প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখণ্ডে। সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে একথা জানিয়েছেন দু’জন। এদিকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত এখনও চলছে। সমস্ত দিক খুব ভালভাবে খতিয়ে দেখা হচ্ছে।

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের ফরেনসিক বিভাগ (এইমস) সুশান্ত মৃত্যুরহস্য সুশান্ত সিং রাজপুত সুশান্তর আত্মহত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর