Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফোক গানে কণ্ঠ দিলেন প্রতীক হাসান


৮ অক্টোবর ২০২০ ১৩:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রতীক হাসান ‘সুখের সাম্পান’ শিরোনামের ।  গত বৃহস্পতিবার (১ অক্টোবর) গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে রেজওয়ান শেখের ষ্টুডিওতে।

গানটি লিখেছেন তরুন সঙ্গীতশিল্পী শাহরিয়ার বাঁধন। সুর করেছেন জিয়াউদ্দিন আলম। সঙ্গীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ।

গানটি নিয়ে প্রতীক হাসান বলেন, ‘সুখের সাম্পান’ গানটির কথা ও সুর এক কথায় অসাধারণ। জিয়াউদ্দিন আলমের সুরে এটা আমার প্রথম গান। এর আগে তার কথায় অনেক গান গাওয়া হয়েছে আমার। কিন্তু সুরে এই প্রথম গান করেছি। ভালো লেগেছে কাজটি করে।

গানটি প্রসঙ্গে সুরকার জিয়াউদ্দিন আলম বলেন, গানটি সুর করার সময় থেকে আমার পরিকল্পনায় ছিল প্রতীককে দিয়ে গাওয়ানোর। ও বেশ ভালো গেয়েছে গানটি।

বিজ্ঞাপন

জানা গেছে, গানটি খুব শিগগিরই এজেএস ক্রিয়েটিভ মিডিয়ার ব্যানার থেকে মিউজিক ভিডিও আকারে  প্রকাশ পাবে।

জিয়াউদ্দিন আলম প্রতীক হাসান সুখের সাম্পান