Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরফান সাজ্জাদ ও টয়া’র ‘বেসামাল’


৮ অক্টোবর ২০২০ ১৬:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিষাদ ও সোহানি নব দম্পতি। তাদের ৪ মাসের সংসার। দুজন’ই চাকরিজীবি। রোজ সকালে দু’জন একসাথে বেরিয়ে যায়, সন্ধ্যায় একসাথেই ফেরে। এটাই তাদের প্রতিদিনকার রুটিন। হঠাৎ একদিন গাড়ির সামনে এক বৃদ্ধ পড়ে যায়। ভাগ্য ভালো, তার কোন ক্ষতি হয় না।

বৃদ্ধ নিষাদের গ্রাম থেকে আসা এক দুঃসম্পর্কের দাদা। তাদের সারপ্রাইজ দেয়ার উদ্দেশ্যে তিনি কাউকে কিছু না জানিয়ে চলে এসেছেন। তারা দাদুর দায়িত্ব বাড়ির কেয়ার টেকারকে বুঝিয়ে অফিস চলে যায়। সন্ধ্যায় অফিস থেকে ফিরে কেয়ার টেকার তাদের হাতে ধরিয়ে দেয় লম্বা এক লিস্ট। শুরু হয় একের পর এক দূর্ঘটনা, ভুল বোঝাবুঝি; গড়ায় ডিভোর্স পর্যন্ত। আর ওদিকে দাদু শুধু মুচকি হাসে।

বিজ্ঞাপন

এমনই একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘বেসামাল’। শফিকুর রহমান শান্তনু’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন সরদার রোকন। অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, মুমতাহিনা টয়া, মাসুম বাশার-সহ আরো অনেকে।

নির্মাতা সুত্রে জানা গেছে, একক নাটক ‘বেসামাল’ প্রচারিত হবে শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টায় এনটিভিতে।

ইরফান সাজ্জাদ একক নাটক এনটিভি বেসামাল মুনতাহিনা টয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর