ফোয়াদ নাসের বাবু’র সুরে দুর্গা পূজার গান
৮ অক্টোবর ২০২০ ১৭:২৪
প্রথমবারের মতো পূজার গানে সুর ও সংগীত পরিচালনা করলেন দেশের প্রথিতযশা সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবু। আর এই গানটিতে কন্ঠ দিয়েছেন এ সময়ের আটজন প্রতিভাবান কন্ঠশিল্পী। গানটি আসন্ন দুর্গা পূজা উপলক্ষে বিটিভির পূজার অনুষ্ঠানে প্রচারিত হবে।
মহামারির এ সময়ে মা’কে আলো হাতে এসে পৃথিবী রক্ষার আহবান জানিয়ে গানটি লিখেছেন গীতিকার সুমন সাহা। গানটিতে কন্ঠ দিয়েছেন যে ৮জন শিল্পী তারা হলেন- অলক কুমার সেন, চম্পা বনিক, দেবলীনা সুর, সন্দীপন দাস, হৈমন্তী রক্ষিত দাস, অপুর্ব অপু, অবন্তী দেব সিঁথি ও মন্টি সিনহা।
এই গানটি প্রসঙ্গে সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবু জানালেন, ‘চলচ্চিত্রে কাজ করার সময় প্রায়শই কীর্তন আঙ্গিকের গানের সুর বা সঙ্গীতায়োজন করতে হয়েছে, তবে পুজোর গান এই প্রথম। এবং এটা একমাত্র অংশ নেয়া শিল্পীদের সহযোগিতায় সম্ভব হয়েছে। গীতিকবি সুমন সাহার কথাও ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। আশা করি গানটা সবার ভালো লাগবে।’
গীতিকবি সুমন সাহা জানালেন, ‘গানটি এই সময়টাকে ঘিরে লেখা, সারা পৃথিবী জুড়ে অতিমারি, চারপাশে অন্যায়, অত্যাচার, নারী নির্যাতন। যেন আঁধারে ছেয়ে গেছে ত্রিভুবন। দেবী দুর্গাকে শক্তি রূপে জাগ্রত হয়ে, আলো হাতে পৃথিবীকে রক্ষা করার আহ্বান জানানো হয়েছে। গুণী সংগীতপরিচালক ফোয়াদ নাসের বাবু গানটিকে একটি ভিন্নমাত্রা দিয়েছেন। আর শিল্পীরাও অন্তর দিয়ে গানটি গেয়েছেন।’
গানটি তৈরী করা হয়েছে বাংলাদেশ টেলিভিশনের পুজোর বিশেষ অনুষ্ঠান ‘শারদ আনন্দ’র জন্য। এই অনুষ্ঠান ছাড়াও গানটি অন্তজালেও পাওয়া যাবে বলে নির্মাতা সূত্রে বলা হয়েছে।
অপুর্ব অপু অবন্তী দেব সিঁথি অলক কুমার সেন গীতিকার সুমন সাহা চম্পা বনিক দেবলীনা সুর ফোয়াদ নাসের বাবু বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) মন্টি সিনহা শারদ আনন্দ সন্দীপন দাস হৈমন্তী রক্ষিত দাস