Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভালোবাসার রঙ’ ইউটিউবে


৯ অক্টোবর ২০২০ ১৪:২৮ | আপডেট: ৯ অক্টোবর ২০২০ ১৪:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তির ৮ বছর পর ইউটিউবে দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে ‘ভালোবাসার রঙ’। যুগল পরিচলাক শাহীন সুমন ছবিটি নির্মাণ করেন। এটি মুক্তি পায় ২০১২ সালের ৫ অক্টোবর।

‘ভালোবাসার রঙ’ ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে এটি দেখা যাচ্ছে। এর আগে অবশ্য একবার এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানে ছবিটি প্রদর্শিত হয়।

এ ছবির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ডিজিটাল ছবির যাত্রা শুরু হয়। এর আগে ব্যক্তি উদ্যোগে অনেকে ডিজিটাল ছবি বানালেও প্রদর্শন করতে হয়েছিল ৩৫ মি.মি.। জাজ ছবিটির জন্য প্রথমবস্থায় দেশের ২৮টি সিনেমা হল ডিজিটালাইজড করে। তাদের সে উদ্যোগে বর্তমানে দেশের সব সিনেমা হল ডিজিটাল প্রজেকশন সিস্টেমের আওতায়।

বিজ্ঞাপন

‘ভালোবাসার রঙ’ ছবির মধ্য দিয়ে দেশের চলচ্চিত্রে অভিষেক ঘটে মাহিয়া মাহি ও বাপ্পী চৌধুরী। তারা দুজনেই বর্তমানে জনপ্রিয় শিল্পী। প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে জাজ মাল্টিমিডিয়াও বর্তমানের দেশের শীর্ষ প্রতিষ্ঠান।

জাজ মাল্টিমিডিয়া বাপ্পী চৌধুরী ভালোবাসার রঙ মাহিয়া মাহি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর