এপিসেন্টার থ্রির ‘দোজখের গান’
৯ অক্টোবর ২০২০ ১৭:১৬
ব্যান্ড দল ‘এপিসেন্টার থ্রি’র প্রথম গান প্রকাশিত হয়েছে ‘দোজখের গান’ নামে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় ইউটিউবে গানটির প্রিমিয়ার হয়।
২০১৬ সালের মার্চ মাসে কুমিল্লায় তনু হত্যাকাণ্ডের পর লেখা ও সুর করা। ওই বছরই আগস্ট মাসে রেকর্ড করা হয় গানটি। কথা, সুর ও কণ্ঠ সেলিম রেজা নিউটনের। এর সংগীতায়োজন করেছেন তোয়াসীন ও শুভ সুলতান। রাজশাহীর ‘সোনাটা অডিও প্রোডাকশন অ্যান্ড রেকর্ডিং স্টুডিও’তে গানটির কাজ সম্পন্ন হয়। ইউটিউবে প্রকাশ করেছে ‘স্টুডিও লেজি-ট্রি’।
ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী অর্পণা করের অনেকগুলো শিল্পকর্ম অবলম্বন করে গানটির মিউজিক ভিডিও তৈরি করেছে ‘ব্ল্যাক স্ক্রিন স্টুডিও’।
এপিসেন্টার থ্রি তাদের প্রথম অ্যালবামের কাজও শেষ প্রায়। পুরো অ্যালবামের সব গান এক সাথে রিলিজ করা হবে ভেবে ‘দোজখের গান’ এত দিন প্রকাশ করা হয়নি, এমনটাই জানিয়েছে দলটি। বর্তমান সময়ে ধর্ষণের পরিমাণ বেড়ে যাওয়ায় এবং মানুষও এর প্রতিবাদে সোচ্চার হওয়ায় তার গানটি প্রকাশের সিদ্ধান্ত নেয়।