১৩ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘চালবাজ’
১২ মার্চ ২০১৮ ১৮:৫৮
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
ঢালিউড সুপারস্টার শাকিব খান ও কলকাতার শুভশ্রী জুটির দ্বিতীয় সিনেমা চালবাজ। সিনেমায় শাকিব খানের লুক এখন সবার জানা। ছবির ট্রেইলার এবং টাইটেল গানটাও প্রকাশ পেয়েছে অনলাইনে।
এবার প্রকাশ পেলো ছবির পোস্টার। সোমবার (১২ মার্চ) ছবির প্রযোজনা প্রতিষ্ঠান কলকাতার এসকে মুভিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টারটি প্রকাশ করা হয়। ক্যাপশনে লেখা হয়েছে ১৩ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।
প্রথমে ছবিটি যৌথভাবে নির্মাণের কথা থাকলেও, এখন আর যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে না ছবিটি। বাংলাদেশের চলচ্চিত্র প্রিভিউ কমিটি থেকে যৌথ প্রযোজনার চলচ্চিত্র হিসেবে অনুমতি পায়নি ছবিটি। যার কারণে সিনেমাটি ভারতীয় সিনেমা হিসেবে কলকাতায় মুক্তি পাচ্ছে।
সাফটা চুক্তির আওতায় বাংলাদেশেও মুক্তি পাবে ছবিটি। কিন্তু ১৩ এপ্রিলেই ছবিটি এদেশে মুক্তি পাবে কি না, তা েএখনো চূড়ান্ত না।
ছবিতে শাকিব কখনো ঠকবাজ, ধড়িবাজ, রংবাজ তো বটেই, আর সিনেমার শেষধাপে তাকে দেখা যাবে প্রেমবাজ হিসেবেও। অ্যাকশন, কমেডি, সংলাপ আর রোমান্সে ভরপুর ‘চালবাজ’। ছবিটি পরিচালনা করেছে জয়দীপ মুখার্জি।
সারাবাংলা/পিএ