Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝাড়খণ্ডে পুরস্কৃত ‘জলঘড়ি’


১৩ অক্টোবর ২০২০ ১৮:০০

ভারতের ‘ঝাড়খণ্ড চলচ্চিত্র উৎসব’-এ পুরস্কৃত হয়েছে ‘জলঘড়ি’। আসাদ জামান পরিচালিত ছবিটি অ্যাকশন থ্রিলার ক্যাটাগরিতে ‘সেরা ছবি’ নির্বাচিত হয়েছে।

বিশ্বের ৪০টি দেশের হাজারের বেশি ছবি ‘ঝাড়খণ্ড চলচ্চিত্র উৎসব’-এ বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতা করে। রবিবার ( ১১ অক্টোবর) রাত ৯ টায় অললাইনে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

‘জলঘড়ি’র কাহিনি ও চিত্রনাট্য আসাদ জামানের।  এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, হাসনাত রিপন, সাজাহান সৌরভ, ইভান সাইর, জয়িতা মহলানবিশ, রিমন সরকার, সেলিম আহমেদ, হুমায়ুন সম্রাট, ইকতারুল ইসলাম, সোয়েব মনির, নূর ইসলাম, স্বপন আহমেদ, নুসরাত জাহান খান নিপা, রুশো শেখ।

ছবিটির চিত্রগ্রহণ করেছেন বিদ্রোহী দীপন। সম্পাদনা ও রঙ বিন্যাসে ষাইফ রাসেল, আবহ সংগীত রাজেশ সাহা। সঙ্গীত পরিচালনা করেছেন অর্পণ, সর্বনাম, প্রিন্স, অভ্রদীপ্ত।

কোয়ান্টাইজ মিউজিক এন্টারটেইনমেন্ট, বৃক্ষ ফিল্মস, মাইন্ড টিউনের ব্যানারে সিনেমাটি নির্মিত হয়েছে। আগামী ২৪শে ডিসেম্বর  বৃক্ষ ফিল্মসের ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে ‘জলঘড়ি’।

উল্লেখ্য এর আগে ‘জলঘড়ি’ ইতালির ফিওরেন্সা সেররা ফিল্ম ফেস্টিভ্যাল, যুক্তরাষ্ট্রের মন্টেগোমারি ফিল্ম ফেস্টিভ্যাল, ইংল্যান্ডের লিফট অফ, নিউয়র্কের বি বপ কন্টেন্ট উৎসব এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশন হিসাবে নির্বাচিত হয়।

জলঘড়ি ঝাড়খণ্ড চলচ্চিত্র উৎসব

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর