সৌমিত্র চট্টোপাধ্যায় করোনা নেগেটিভ
১৫ অক্টোবর ২০২০ ১২:৫৭
হাসপাতালে ভর্তি আছেন ভারতীয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন এ বর্ষীয়ান অভিনেতা। বুধবার (১৪ অক্টোবর) তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এর ফলে তার ভক্তরা হাঁফ ছেড়ে বেঁচেছেন।
ভারতীয় জনপ্রিয় বাংলা পত্রিকা আনন্দবাজার জানিয়েছে, করোনামুক্ত হওয়ার পাশাপাশি সৌমিত্রের শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। আগের মত জ্বর নেই। এক সপ্তাহের বেশি সময় ধরে বেলভিউ নার্সিংহোমে ভর্তি আছেন তিনি।
হাসপাতাল সূত্রে জানা যায়, তার দু’বার প্লাজমা থেরাপি করা হয়েছে। তাতে কাজও দিয়েছে। প্রয়োজনে আবারও তা করা হতে পারে।
কিডনি, যকৃৎ-সহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ সচল রয়েছে অভিনেতার। শরীরে সোডিয়াম-পটাশিয়ামের তারতম্য ছিল। তার শরীরে সোডিয়ামের মাত্রা বৃদ্ধি এখনও উদ্বেগে রেখেছে চিকিৎসকদের।
মঙ্গলবার ইকো, ইসিজি এবং রক্ত পরীক্ষা হয় প্রবীণ অভিনেতার। হাসপাতালের এক কর্মকর্তা বলেন, ‘এখনই ইনভেসিভ ভেন্টিলেশনে রাখার কথা চিন্তাভাবনা করা হচ্ছে না। তিনি শঙ্কামুক্ত নন ঠিকই, তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন।’