Friday 11 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাসে আক্রান্ত কুমার শানু


১৬ অক্টোবর ২০২০ ১৪:৫৩

জনপ্রিয় ভারতীয় সঙ্গীতশিল্পী কুমার শানু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাঙ্গালী গায়কের বৃহস্পতিবার (১৫ অক্টোবর) করোনা পজেটিভ আসে। বর্তমানে তিনি হোম কোয়ারেনটাইনের আছেন।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, কুমার শানু আমেরিকা যাওয়ার কথা ছিল। কিন্তু করোনায় আক্রান্তের খবরে তার সেই সফর বাতিল করা হয়েছে।

কুমার শানুর ম্যানেজার জগদীশ ভরদ্বাজ জানান, কুমার শানুর কয়েকদিন যাবত গায়ে হালকা জ্বর ছিল। কিন্তু শরীরে এছাড়া কোন লক্ষণ ছিল না। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দুবাই হয়ে আমেরিকার লস অ্যাঞ্জেলসের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল কুমার শানুর। ফ্লাইটে উঠার আগে তাকে নিয়ম অনুযায়ী করোনা পরীক্কা করাতে হয়। সেই পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ আসে। রিপোর্ট হাতে পাওয়ার পর থেকে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন।

এর আগে আরেক জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি করোনামুক্ত হয়েছেন। তবে হাসপাতাল থেকে ছাড়া পাননি।

করোনাভাইরাস কুমার শানু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর