Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাধাই হো’ ছবির সিক্যুয়েল, আয়ুষ্মান’র পরিবর্তে কে?


১৮ অক্টোবর ২০২০ ২০:৪৪

২০১৮ সালে বলিউড ইন্ডাস্ট্রিতে ব্লকবাস্টার হিট ছবি হিসেবে বেশ আলোচিত হয়েছিল ‘বাধাই হো’ ছবিটি। আয়ুষ্মান খুরানা, সানিয়া মালহোত্রা, নীনা গুপ্তা, গজরাজ রাও এবং সুরেখা সিক্রি অভিনীত মাত্র ২৯ কোটি টাকা বাজেটে তৈরি ছবিটি সেই বছরই ২২১ কোটি ৪৪ লক্ষ টাকার ব্যবসা করেছিল। পাশাপাশি পেয়েছিল দু-দু’টি জাতীয় পুরস্কার। সেরা জনপ্রিয় ছবি হওয়ার পাশাপাশি সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন সুরেখা সিক্রি। এছাড়াও চারটি ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছিল ছবিটি। এবার এই সিক্যুয়েল তৈরি হতে চলেছে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ জানালেন, ‘বাধাই হো’ ছবিটির যে সিক্যুয়েল তৈরি হতে চলেছে, তাতে নায়ক হিসেবে আয়ুষ্মান খুরানা নয়, এবার দেখা যাবে রাজকুমার রাওকে। আর সানিয়া মালহোত্রার বদলে নায়িকা হিসেবে অভিনয় করবেন ভূমি পেড়নেকর। নতুন ছবির নাম ‘বাধাই দো’।

যে বয়সে ছেলের বিয়ে হয়ে সন্তান হওয়ার কথা সেই বয়সে আচমকা গর্ভবতী হয়ে পড়েন এক প্রৌঢ়া মহিলা। এমনই গল্প নিয়ে ২০১৮ সালের অক্টোবর মাসে মুক্তি পেয়েছিল পরিচালক অমিত শর্মার ছবি ‘বাধাই হো’। আর সেই ছবির সিক্যুয়েল হিসেবেই ‘বাধাই দো’ তৈরি করা হবে। জংলি পিকচারসের প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন হর্ষবর্ধন কুলকর্ণি। এর আগে গুলশন দেবাইয়া, রাধিকা আপ্তে অভিনীত ‘হান্টার’ ছবিটি পরিচালনা করেছিলেন হর্ষবর্ধন। এবার রাজকুমার ও ভূমি জুটিকে নিয়ে কমেডির মোড়কেই নতুন কাহিনি দর্শকদের সামনে তুলে ধরবেন পরিচালক।

আয়ুষ্মান খুরানা গজরাজ রাও তরণ আদর্শ নীনা গুপ্তা বাধাই হো রাজকুমার রাও সানিয়া মালহোত্রা সুরেখা সিক্রি হর্ষবর্ধন কুলকর্ণি