Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্ষপূর্তিতে ‘থিয়েটার ফ্যাক্টরি’র নতুন নাটক ‘মাস্ক-তত্ত্ব’


১৯ অক্টোবর ২০২০ ১৫:৩৫

থিয়েটার অঙ্গনে নতুন নাটক পরিবেশন করতে চলেছে দেশের আলোচিত নাট্যসংগঠন ‘থিয়েটার ফ্যাক্টরি’। সাম্প্রতিক সময়কে উপজীব্য করে নির্মিত হয়েছে তাদের তৃতীয় প্রযোজনা ‘মাস্ক-তত্ত্ব’। অলোক বসু’র রচনা ও নির্দেশনায় এটি একক অভিনয়ের একটি অনুনাটক। আর এতে একক অভিনয় করবেন আর কে এম মোহসেন।

‘মাস্ক-তত্ত্ব’ নাটকটি প্রসঙ্গে এর রচয়িতা ও নির্দেশক এবং ‘থিয়েটার ফ্যাক্টরি’র প্রধান কারিগর অলোক বসু জানালেন, ‘বিশ্বব্যাপী করোনার যে ভয়ঙ্কর প্রাদুর্ভাব, তা থেকে নিজেকে সুরক্ষিত রাখার কৌশল হিসেবে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে পৃথিবীর অন্যসব দেশের মতো আমাদের দেশেও। কিন্তু সেই মাস্ক পরতেও অনীহা আমাদের। পরলেও ঠিকভাবে পরি না। এই বিষয়টির সাথে মিল খুঁজে পাওয়া যায় আমাদের জাতীয় চরিত্রে। আমরা যেন কোনোকিছুই সঠিক জায়গায় বসাতে রাজি নই। যার যেখানে থাকার কথা, তাকে সেখানে থাকতে দেই না আমরা। আবার যার যেখানে পৌঁছানোর যোগ্যতাই নাই, সে সেইখানে যেন কীভাবে কীভাবে পৌঁছে যায়। সমাজের সব জায়গায়ই অসঙ্গতি। আর এই অসঙ্গতিকে কাজে লাগিয়ে কিছুলোক ফায়দা লুটে চলছে। ভালো মানুষ, সৎ মানুষ, দেশদরদী মানুষ, ধার্মিক মানুষের মুখোশ পরে তারা তাদের স্বার্থ হাসিল করে চলে। এমনকী মানুষের দুঃসময়েও তারা তাদের স্বার্থসিদ্ধির মহোৎসব থেকে পিছ পা হয় না। সাহেদ, সাবরিনা, ড্রাইভার মালেক, ওসি প্রদীপদের মতো মুখোশ পরা মানুষগুলো আমাদের চারপাশেই রয়েছে। মাস্ক পরতে আমাদের অনীহা থাকলেও মুখোশের আড়ালে অপকর্ম চালাতে আমাদের অনীহা নাই।’

অলোক বসু আরও বললেন, ‘সাম্প্রতিক সময়ে ধর্ষণ আর একটি ভয়ঙ্কর ব্যাধি হিসেবে সামনে চলে এসেছে। এই ধর্ষণের ঘটনাগুলোর পিছনেও রয়েছে মানুষের মুখোশ পরা কিছু জানোয়ার। এরকম সাম্প্রতিক নানা ইস্যুকে সামনে এনে স্যাটায়ারের মাধ্যমে বর্তমান সময় ও সমাজকে তুলে ধরা হয়েছে এ নাটকে।’

নাটকটির পরিবেশনা প্রসঙ্গে অলোক বসু জানালেন, “থিয়েটার ফ্যাক্টরি’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০ অক্টোবর (মঙ্গলবার) রাত ৯টায় অনলাইন আয়োজনে উপস্থাপিত হবে নাটকটি। পরবর্তীতে মঞ্চে, পথে কিংবা যেকোনো ছোট স্পেসে অন্তরঙ্গ পরিবেশে নাটকটির প্রদর্শনী হবে।”

২০ অক্টোবর (মঙ্গলবার) থিয়েটার ফ্যাক্টরি’র অনলাইন আয়োজনে আরও পরিবেশিত হবে তাদের পথনাটক ‘তালিকা’ এবং মঞ্চনাটক ‘আষাঢ়স্য প্রথম দিবসে’ নাটকের অংশবিশেষের পাঠাভিনয়। এছাড়াও অনলাইন আয়োজনে থিয়েটার ফ্যাক্টরির তিন বছর পূর্তি উপলক্ষে বিশিষ্ট নাট্যজনদের রেকর্ডেড শুভেচ্ছা বাণী প্রচারিত হবে। এরই মধ্যে শুভেচ্ছা বাণী দিয়েছেন নাট্যজন রামেন্দু মজুমদার, নাট্যজন মামুনুর রশীদ, অধ্যাপক আব্দুস সেলিম, মান্নান হীরা, অধ্যাপক মলয় ভৌমিক, মাসুম রেজা এবং আহমেদ ইকবাল হায়দার।

অলোক বসু’র সঞ্চালনায় পুরো আয়োজনটি দেখা যাবে ফেইসবুক’র facebook/TheatreFactoryBangladesh পেইজে এবং facebook/alok.basu আইডি থেকে।

অধ্যাপক আব্দুস সেলিম অধ্যাপক মলয় ভৌমিক অলোক বসু আহমেদ ইকবাল হায়দার থিয়েটার ফ্যাক্টরি নাট্যজন মামুনুর রশীদ নাট্যজন রামেন্দু মজুমদার মঞ্চনাটক মান্নান হীরা মাসুম রেজা মাস্ক-তত্ত্ব


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর