‘মধুবন সিনেপ্লেক্স’ চালু ডিসেম্বরে
২০ অক্টোবর ২০২০ ২০:০৪
বগুড়ায় নির্মিত হয়েছে মধুবন সিনেপ্লেক্স। কর্তৃপক্ষ জানিয়েছে আগামী ডিসেম্বরে তারা হলটি চালুর সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা-চট্টগ্রামের পর দেশের উত্তরাঞ্চলের গুরুত্ব জেলা বগুড়ায় এটিই প্রথম সিনেপ্লেক্স।
বগুড়ার চেলোপাড়ায় চালু হচ্ছে ‘মধুবন সিনেপ্লেক্স’। আপাতত একটি স্ক্রিণ নিয়ে উদ্বোধন করা হবে। সিট সংখ্যা মোট ৩৪০টি।
সিনেপ্লেক্সের কর্ণধার আরএম ইউনুস রুবেল জানান, ‘আমাদের পরিকল্পনা ছিল গত ঈদুল ফিতরে সিনেপ্লেক্সের উদ্বোধন করার, কিন্তু করোনার কারণে সেটা পারিনি। সে কারণে মধুবনের উদ্বোধন পিছিয়ে ডিসেম্বরে করব।’
তিনি আরও বলেন, ‘বাংলা সিনেমা দিয়েই আমরা সিনেপ্লেক্সটির উদ্বোধন করব। শুধু তাই নয়, হলিউড ছবি চালালেও আমরা বাংলা ছবিকেই প্রাধান্য দেব।’
বগুড়ায় ‘মধুবন’ নামে সিনেমা হলটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় ১৯৬৯ সালে। মুক্তিযুদ্ধের সময় হলটির নির্মাণ কাজ বন্ধ হয়ে পড়ে। পরে এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ১৯৭৪ সালে। ২০১৩ সালের দিকে উত্তরাধিকার সূত্রে হলটির প্রতিষ্ঠাতা লে.কর্নেল (অবসরপ্রাপ্ত) আশরাফুজ্জামান ইউনুসের ছেলে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সদস্য রোকনুজ্জামান মো. ইউনুসের হাতে হলের মালিকানা আসে। বর্তমানে তার দুই ছেলে শাইকুজ্জামান ও আকিবুজ্জামান হলের দেখভালের দায়িত্বে আছেন।