Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুবাইয়ে হবে ‘কমান্ডো’র শুটিং


২২ অক্টোবর ২০২০ ১৯:৫২

করোনাভাইরাসের কারণে আটকে আছে ‘কমান্ডো’ ছবির শুটিং। পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হতে শুরু করার অধিকাংশ ছবির শুটিং শুরু হয়েছে। সে ধারাবাহিকতায় ‘কমান্ডো’র শুটিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা। ছবিটির শুটিং হবে দুবাইয়ে।

প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া থেকে জানানো হয়েছে, গত এ ছবির নায়ক দেব গত ১৪ অক্টোবর কলকাতার টিম নিয়ে দুবাইয়ে গিয়েছিলেন। তার সঙ্গে ছিলেন ছবির পরিচালক শামীম আহমেদ রনী। টানা পাঁচদিন লোকেশন দেখে তারা সিদ্ধান্ত নেন, আগামী ১ নভেম্বর থেকে সেখানেই শুটিং করবেন।

বিজ্ঞাপন

সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ অক্টোবর বাংলাদেশ থেকে ইউনিট যাবে দুবাইয়ে। সে টিমের সঙ্গে যাবেন ছবির নায়িক জাহারা মিতু।

ছবিটি নিয়ে জাহারা মিতু বলেন, ‘এই ছবিতে অভিনয়ের জন্য ১২ কেজি ওজন কমাতে হয়েছে। চেয়েছি সিনেমার জন্য আরও ফিট হতে। পাশাপাশি সবাই বেশ পরিশ্রম করেছেন। তাই আশা করছি ছবিটি নিয়ে ভালো সাড়া পাবো।’

চলতি বছরের মার্চে সিনেমাটির জন্য কলকাতা গিয়েছিলেন ‘সুপার মডেল বাংলাদেশ-২০১৭’ ও ‘সুপার মডেল ইন্টারন্যাশনাল-২০১৭’ বিজয়ী এই শিল্পী।

কমান্ডো দুবাই দেব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর