Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুস্মিতা সাহার পূজার গান


২৩ অক্টোবর ২০২০ ১৭:১২

‘আইলো মা আইলোরে/ কন্যা সাজে বাপের বাড়ি আবার মা আইলোরে’ এমন কথায় শারদীয় দুর্গোৎসবের গান নিয়ে হাজির হয়েছেন সুস্মিতা সাহা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত হয়েছে গানটি।

সঞ্জীবন চক্রবর্তীর কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন রাজ হৃদয়। চ্যানেল আই সেরাকন্ঠ থেকে ওঠে আসা সুস্মিতা সাহা গানের পাশাপাশি উপস্থাপনার সঙ্গেও জড়িত।

নতুন এই গান প্রসঙ্গে সুস্মিতা জানান, ‘হুট করেই গানটি করার সুযোগ পেলাম। যেহেতু পূজার গান, তাই খুব উপভোগ করেছি। গানের কথা ও সুরে দারুন একটা মাদকতা আছে। আশা করছি শ্রোতারা উপভোগ করবেন।’

গানটির ভিডিও পরিচালনা ও চিত্রগ্রহণ করেছেন দীন ইসলাম শারুখ।

আইলো মা আইলোরে গানটির গীতিকার ও সুরকার সঞ্জীবন চক্রবর্তী বলেন ‘এই গানটি নিয়ে আমি দারুন পুলকিত। কারন একটাই- পূজার গান। সবাইকে শারদীয় উৎসবের শুভেচ্ছা জানাতে এর চেয়ে বড় উপলক্ষ আর কী হতে পারে?’

পূজার গান সুস্মিতা সাহা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর