Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূজার গান ‘হয়তো…’


২৫ অক্টোবর ২০২০ ১৯:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে অনেকগুলো গানই এসেছে এবার। সে ধারাবাহিকতায় জয় শাহরিয়ারের ‘হয়তো…’ প্রকাশিত হয়েছে। গানটির কথা, সুর করেছেন শিল্পী নিজে।

গানটির কথাগুলো এমন— হয়তো আমি তোমার সবচেয়ে কাছের মানুষ নই/ তবু জীবন দূরে দূরে থাকতে দিলো কই।

গানটির ভিডিও নির্মাণ করেছে আজব কারখানা। পরিচালনা করেছেন জয় শাহরিয়ার নিজেই এবং সিনেমাটোগ্রাফি করেছেন জেসমিন নাহার লাকি।

গানচিত্রটি প্রসঙ্গে জয় বলেন, ‘একেকটা গানে একেকটা দৃশ্যকল্প তুলে ধরার চেষ্টা থাকে। তেমনি এই গানে মানুষের যাপিত জীবনে এক ধরনের টানাপড়েনের গল্প বলার চেষ্টা করেছি। আশা করি আমার শ্রোতাদের ভালো লাগবে। শারদীয় উৎসবে এটা আমার উপহার।’

বিজ্ঞাপন

জয় জানান, ইউটিউব ছাড়াও ‘হয়তো…’ শোনা যাবে বিশ্বজুড়েই। বাংলাদেশে শ্রোতারা শুনতে পাবেন স্বাধীন, জিপি মিউজিক, স্প্ল্যাশ ও ভাইব অ্যাপ-এ। দেশের বাইরে শোনা যাবে আই টিউনস, অ্যামাজন, স্পটিফাই, সাভান, ডিজারসহ শতাধিক প্ল্যাটফর্মে।

জয় শাহরিয়ার হয়তো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর