Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিশা-সিয়ামের সঙ্গে ইয়াশপাল শর্মা


১৩ মার্চ ২০১৮ ১৫:০৭ | আপডেট: ১৩ মার্চ ২০১৮ ১৫:১২

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

অভিনেতা তৌকির আহমেদের নতুন সিনেমা ‘ফাগুন হাওয়া’-এর শুটিং শুরু হয়েছে। খুলনার পাইকগাছায় ১০ মার্চ থেকে শুরু হয়েছে সিনেমার শুটিং। এখানেই ২৪ মার্চ পর্যন্ত চলবে দৃশ্যধারণ। ২৭ মার্চ থেকে শুটিং শুরু হবে ঢাকায়।

ছবির নাসির চরিত্রে সিয়াম ও দীপ্তি চরিত্রে অভিনয় করছেন তিশা। জুটি হয়ে বড় পর্দায় তিশা-সিয়ামের এটিই প্রথম চলচ্চিত্র। ‘ফাগুন হাওয়া’ ছবিতে একজন ভারতীয় অভিনেতাও অভিনয় করেছেন। তার নাম ইয়াশপাল শর্মা। পাকিস্তানি পুলিশের চরিত্রে অভিনয় করছেন তিনি।

কিছুদিন আগেই পরিচালক চূড়ান্ত করেছেন কেন্দ্রিয় চরিত্রের অভিনয় শিল্পীদের। তবে এতদিন আড়ালেই ছিল ইয়াশপাল শর্মার নাম। শুটিং শুরু হওয়ার পর জানা গেলো সেটিও।

১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে ‘ফাগুন হাওয়া’। বছর কয়েক ধরে এ ছবির গল্প মাথায় নিয়ে ঘুরছিলেন তৌকির আহমেদ। ২০১৫- তে একবার ঘোষণা দিয়েও অর্থাভাবে নির্মাণ করতে পারেননি ছবিটি। তবে এবার সময়-সুযোগ সবই অনুকূলে। তাই আর দেরি না করে শুটিং শুরু করে দিয়েছেন তৌকির আহমেদ।

সারাবাংলা/পিএ/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর