Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাহিকে ভালোবেসে জন্মদিনে এতিমদের খাওয়ানো হল


২৭ অক্টোবর ২০২০ ১৬:৫১ | আপডেট: ২৭ অক্টোবর ২০২০ ১৭:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির জন্মদিন আজ (২৭ অক্টোবর, মঙ্গলবার)। ফাতেহা বালাদ আততীন ও ওয়াসিম রানার আয়োজনে এ দিন রাজধানীর রামপুরায় অবস্থিত একটি এতিমখানায় দুপুর বেলায় ১০০ এতিম শিশুকে খাওয়ানো হয়। একই সঙ্গে মাহিয়া মাহির দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া করা হয়।

আয়োজনটিতে মাহিয়া মাহির অফিসিয়াল ফ্যানস গ্রুপ থেকে হিয়া, সুজিত কুমার জিত, রিমি, কবির ও রোমান সহায়তা করেন।

আয়োজকদের তরফ থেকে আততীন বলেন, ‘মাহিকে ভালোবেসেই আমাদের এ আয়োজন। আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী আয়োজনের চেষ্টা করেছি। আল্লাহ্ যেন মাহির মঙ্গল করে তাই দোয়া ও মিলাদ পড়ানো হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি জানান, একটু বড় পরিসরে আয়োজনের ইচ্ছে থাকলেও করোনা মহামারীর কারণে সীমিত পরিসরে সব কিছু করা হয়েছে।

১৯৯৩ সালের ২৭ অক্টোবর রাজশাহীতে জন্মগ্রহণ করেন মাহি। রাজশাহীর মেয়ে হলেও মাহির বেড়ে ওঠা ঢাকায়। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। এরপর পোড়ামন, অনেক সাধের ময়না, অগ্নি, জান্নাতসহ অসংখ্য ব্যবসা সফল সিনেমায় অভিনয় করেছেন তিনি।

মাহি বর্তমানে অভিনয় করছেন মোস্তাফিজুর রহমান মানিকের ‘আশীর্বাদ’ ও শিহাব শাহীনের ওয়েব সিরিজ ‘মরীচিকা’য়।

জন্মদিন মাহিয়া মাহি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর