বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ এবারের পূজাকে স্মরণীয় করা রাখার জন্য আশ্চর্য এক কাজ করেছেন। নিজের এক কর্মীকে নতুন ব্র্যান্ডেড গাড়ি উপহার দিয়েছেন। আর এ ঘটনার একটি ভিডিও অনলাইন দুনিয়ায় ভাইরাল হয়েছে।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, এ সম্পর্কিত একটি ভিডিও ইনস্টাগ্রামে পাওয়া যাচ্ছে। যেখানে দেখা যাচ্ছে, নিজের কর্মীকে গাড়ি উপহার দেওয়ার পর পূজা করছেন জ্যাকুলিন। নারকেল ভেঙে, লাড্ডু দিয়ে গাড়ির সামনে পূজা সারেন জ্যাকুলিনের ওই কর্মীও।
ভিডিওতে জ্যাকুলিনকে ট্রাফিক পুলিশের মতো পোশাক পরতে দেখা যায়। তবে তার গায়ে এ পোশাক কেন সেটি নিশ্চিত করা যায়নি। সম্ভবত সেসময় তিনি কোনো শুটিংয়ে ছিলেন।
নিজের কর্মীকে জ্যাকুলিনের গাড়ি উপহার দেয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গাড়ি উপহার দিয়ে তার মেকআপ আর্টিস্টকে চমকে দিয়েছিলেন এ অভিনেত্রী।
করোনা পরিস্থিতিতে লকডাউনের সময় সালমান খান এবং তার পরিবারের সঙ্গে পানভেলের বাগান বাড়িতে ছিলেন জ্যাকুলিন। লকডাউন শেষে মুম্বাইয়ে ফিরে আসেন তিনি এবং কাজ শুরু করেন।